এক নজরে
WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBP Constable Practice Set 2024
WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBP Constable Practice Set in Bengali
WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBP Constable Practice Set 27
1) ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন?
[A] আকবর
[B] শেরশাহ
[C] মহম্মদ বিন তুঘলক
[D] আলাউদ্দিন খিলজী
উত্তরঃ [C] মহম্মদ বিন তুঘলক
2) কোন তুর্কি সুলতান ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন?
[A] আলাউদ্দিন খিলজী
[B] বলবন
[C] ইলতুৎমিস
[D] মহম্মদ বিন তুঘলক
উত্তরঃ [C] ইলতুৎমিস
3) নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল?
[A] সিংহ
[B] হস্তি
[C] ব্যাঘ্র
[D] গন্ডার
উত্তরঃ [C] ব্যাঘ্র
4) নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন—
[A] আন্না হাজারে
[B] মেধা পাটেকর
[C] রামদেব
[D] বিনায়ক সেন
উত্তরঃ [B] মেধা পাটেকর
5) ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল—
[A] পিন্ডারি
[B] গঙ্গোত্রী
[C] সিয়াচেন
[D] হিস্পার
উত্তরঃ [C] সিয়াচেন
6) কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত—
[A] কটকে
[B] ধানবাদে
[C] কানপুরে
[D] কোয়েম্বাটুরে
উত্তরঃ [A] কটকে
7) হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হল—
[A] আর্কিমিডিসের সূত্র
[B] পাস্কালের সূত্র
[C] রেনল্ডের সূত্র
[D] বার্নৌলির সূত্র
উত্তরঃ [B] পাস্কালের সূত্র
8) মোটর বোট চলার সময় অদ্ভুত তরঙ্গ গুলি হল—
[A] তির্যক
[B] অনুদৈর্ঘ্য
[C] তির্যক ও অনুদৈর্ঘ্য
[D] স্থান
উত্তরঃ [C] তির্যক ও অনুদৈর্ঘ্য
আরও পড়ুনঃ পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২৬
9) ভারতের সংবিধান অনুসারে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে যে ধারায়—
[A] 21
[B] 49
[C] 73
[D] 370
উত্তরঃ [A] 21
10) ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাস করে—
[A] ১৯৯০ সালে
[B] ১৯৯৩ সালে
[C] ১৯৯৫ সালে
[D] ২০০২ সালে
উত্তরঃ [B] ১৯৯৩ সালে
পুলিশ কনস্টেবল পরীক্ষার সব আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇