WBP Constable Final Result 2020: WBP Constable এর চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে এদিন ১০ ই এপ্রিল সোমবার, পরীক্ষার্থীদের স্বয়ংক্রিয় আন্দোলনের ফলস্বরূপ রাস্তায় জমায়েত কয়েক হাজার পরীক্ষার্থী। ২০২০ তে জারি হওয়া WBP Constable এর বিজ্ঞপ্তিতে এখনও পর্যন্ত চূড়ান্ত ফলাফল প্রকাশে সক্ষম হয়নি WBPRB। এর প্রতিবাদে হাজার হাজার পরীক্ষার্থী এদিন আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবি রাখতে শিয়ালদহ স্টেশনের সামনে জমায়েত হয়েছেন।
WBP Constable 2020 এর প্রিলিমিনারী পরীক্ষা হয়েছিল ২৬ সেপ্টেম্বর, ২০২১। প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর, WBP Constable এর মেইন এক্সাম হয়েছিল ২২ মে, ২০২২। ইন্টারভিউ শেষে প্রায় এক বছর দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ দপ্তর তার চূড়ান্ত ফলাফল প্রকাশে এখনও সক্ষম হয়নি। তাই, এই চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে হাজার হাজার পরীক্ষার্থী জামায়েত হয়েছেন শিয়ালদহর রাস্তায়।
আরও পড়ুনঃ মহিলা কর্মী নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর
এদিন ১০ই এপ্রিল সোমবার, PRB অভিযানের উদ্দেশ্যে হাজার হাজার পরীক্ষার্থী রাস্তায় জমায়েত হয়েছেন। WBP Constable 2020 এর দ্রুত চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবি নিয়ে ও WBP Constable এর নতুন নিয়োগের বিজ্ঞপ্তির জন্য এই অভিযান পরীক্ষার্থীদের। পরীক্ষার্থী হিসেবে নিজেদের দাবি রাখতে স্বয়ংক্রিয় ভূমিকা নিয়েছে পরীক্ষার্থীরা নিজেরাই। যদিও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) WBP Constable 2020 এর চূড়ান্ত ফলাফল ঘোষণার বিষয়ে কোন মন্তব্য পেশ করেনি।