সিভিক ভলান্টিয়ারদের ভুমিকা নিয়ে এর আগেই তৈরি হয়েছিল বিতর্ক। সম্প্রতি একটি মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নির্দেশিকা জারির নির্দেশ দিয়েছিলেন রাজ্য পুলিশের আইজিকে। তাই এবার সিভিক ভলান্টিয়াররা ঠিক কোন কোন কাজ করতে পারবেন, আর কি পারবেন না সে বিষয় জারি করা হলো নির্দেশিকা। এই নির্দেশিকার মাধ্যমে সিভিক ভলান্টিয়ারদের কাজ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, সিভিক ভলান্টিয়াররা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে, পুজোর উৎসবে ভিড় সামলানোর ক্ষেত্রে, বেআইনি পার্কিং রুখতে, এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিতকরণের ক্ষেত্রে পুলিশকে সাহায্য করবেন। এর সাথে সংশ্লিষ্ট নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, সিভিক ভলান্টিয়াররা কোনোও আইন প্রয়োগ করতে পারবেন না ও আইন শৃঙ্খলাজনিত কোনোও গুরুত্বপূর্ণ কাজ করানো যাবে না সিভিক ভলান্টিয়ারদের দিয়ে।
চাকরির খবরঃ রাজ্যের DM অফিসে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগ
হাইকোর্টের নির্দেশ ছিল আগামী ২৯ শে মার্চের মধ্যে এই নির্দেশিকা তৈরি করে জমা করতে হবে আদালতে। সেই নির্দেশ মেনেই এদিন জারি করা হলো সার্কুুলার। সম্প্রতি সিভিক ভলান্টিয়ারদের প্রাথমিক স্কুলে পড়ানো নিয়ে বাঁকুড়া পুলিশের সিদ্ধান্তে বিতর্ক সৃষ্টি হয়। তবে পরবর্তীতে এই সিদ্ধান্ত স্থগিত করে রাজ্য। এছাড়া রাজ্যের তরফে এর আগে ঘোষণা হয়েছিল, ভালো কাজ করলে সিভিক ভলান্টিয়ারদের পদোন্নতি হবে। যদিও সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে।