চাকরির খবর

WBP Recruitment: লেডি কনস্টেবলের আবেদনপত্রে ভুল সংশোধনের সুযোগ! কিভাবে এডিট করবেন জেনে নিন

Advertisement

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)-এর তরফে পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদের আবেদনপত্র সংশোধনের জন্য এডিট উইন্ডো চালু হয়েছিল গত ২৬ মে থেকে। এদিন ১ জুন ২০২৩ অবধি তথ্য সংশোধনের সুযোগ পাবেন প্রার্থীরা। যে সকল প্রার্থী তাঁদের অ্যাপ্লিকেশন সফলভাবে সাবমিট করেছিলেন, তাঁরা বোর্ডের ওয়েবসাইটে (wbpolice.gov.in) গিয়ে ভুল সংশোধন অথবা তথ্য পরিবর্তন করতে পারবেন।

তথ্য এডিট করবেন কিভাবে?

১) প্রার্থীদের প্রথমে (wbpolice.gov.in) এ যেতে হবে।

২) এরপর ‘Recruitment to the post of lady Constables in West Bengal Police 2023’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এবার ‘Edit/Rectify personal information already submitted’ লিঙ্কে ক্লিক করতে হবে।

আরও পড়ুনঃ রাজ্যে ১ লক্ষ চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

৪) এরপর ‘Click here to edit the submitted application from for the post of Lady Constables in WBP’ তে ক্লিক করতে হবে।

৫) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

৬) প্রয়োজনীয় এডিট সম্পন্ন করে আবেদনপত্রটি সাবমিট করবেন।

মোট ১৪২০টি শূন্যপদে লেডি কনস্টেবল নিয়োগ করবে রাজ্য। অনলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের আবেদন জমা নেওয়া হয়েছিল। মোট পাঁচটি ধাপে পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন পেতে ও পরবর্তী আপডেট পেতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন প্রার্থীরা।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

লেডি কনস্টেবলের আবেদনপত্রে ভুল সংশোধনের সুযোগ

Related Articles