পরীক্ষা প্রস্তুতি

WBP Lady Constable Practice Set | লেডি কনস্টেবল প্র্যাকটিস সেট

Advertisement

WBP Lady Constable Practice Set: সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রূটমেন্ট বোর্ড (WBPRB) -এর তরফ থেকে Lady Constable পরীক্ষার তারিখ প্রকাশ পেয়েছে। পরীক্ষার তারিখ 10 সেপ্টেম্বর, 2023 রবিবার। তাই পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে Team Exam Bangla ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Bangla -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘Lady Constable Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Bangla আয়োজিত লেডি কনস্টেবল প্র্যাকটিস সেট -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBP Lady Constable Practice Set

লেডি কনস্টেবল পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকবে। আজকের লেডি কনস্টেবল প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

লেডি কনস্টেবল প্র্যাকটিস সেট

1. কোন শিল্পে অভ্র কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়?
[A] বৈদ্যুতিক
[B] লৌহ ইস্পাত
[C] খেলনা
[D] কাঁচ ও মৃৎশিল্প

উঃ বৈদ্যুতিক

2. গোবর গ্যাসের প্রধান উপাদান কী?
[A] মিথেন
[B] ইথেন
[C] প্রোপেন
[D] ক্লোরিন

উঃ মিথেন

3. নিম্নলিখিত কোনটি গঙ্গার উপনদী নয়?
[A] যমুনা
[B] শোন
[C] গোমতী
[D] শতদ্রু

উঃ শতদ্রু

4. 1984 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডার এর সঙ্গে সমান?
[A] 1987
[B] 1988
[C] 2012
[D] 2004

উঃ 2012

wbp lady constable guide book 2023

5. প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
[A] 1950
[B] 1958
[C] 1924
[D] 1930

উঃ 1930

6. শিক্ষার জন্য প্রথম অর্থ বরাদ্দ করা হয়, চার্টার অ্যাক্ট—
[A] 1773
[B] 1793
[C] 1813
[D] 1833

উঃ 1813

আরও পড়ুনঃ WBP লেডি কনস্টেবল পরীক্ষার সিলেবাস ডাউনলোড করুন

7. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিলেন?
[A] লর্ড সাইমন
[B] রাওলাট
[C] ও’ ডায়ার
[D] কার্জন উইলি

উঃ ও’ ডায়ার

8. সর্বভারতীয় মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়েছিল—
[A] ১৯১০ খ্রিস্টাব্দে
[B] ১৯১২ খ্রিস্টাব্দে
[C] ১৯০৬ খ্রিস্টাব্দে
[D] ১৯১৬ খ্রিস্টাব্দে

উঃ ১৯০৬ খ্রিস্টাব্দে

9. ভারতের কোন রাজ্যে বাঘের সংখ্যা সর্বাধিক?
[A] হিমাচল প্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] পশ্চিমবঙ্গ
[D] তামিলনাড়ু

উঃ মধ্যপ্রদেশ

10. পেরিয়ার প্রকল্প কোথায় তৈরি হয়েছে?
[A] কেরালা
[B] তামিলনাড়ু
[C] কর্ণাটক
[D] মহারাষ্ট্র

উঃ কেরালা

join Telegram

Related Articles