ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর তরফে পশ্চিমবঙ্গের পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য পার্সোনালিটি টেস্টের তারিখ প্রকাশ করা হয়েছে। এই পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে সাব ইন্সপেক্টর/ লেডি সাব ইন্সপেক্টর (UB) এবং সাব ইন্সপেক্টর (AB) পদের জন্য। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিনক্ষণ জানানো হয়েছে।
বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ৭ জুন ২০২৩ (7.06.23) থেকে এই পার্সোনালিটি টেস্ট শুরু হবে। সেক্ষেত্রে প্রার্থীরা আগামী ২৭ মে ২০২৩ থেকে অ্যাপ্লিকেশন Sl No. ও জন্ম তারিখ দিয়ে নিজেদের কল লেটার ডাউনলোড করতে পারবেন। কল লেটার ডাউনলোড করা যাবে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট (www.wbpolice.gov.in) থেকে এবং বোর্ডের ওয়েবসাইট (https://prb.wb.gov.in) থেকে। কল লেটারে বেশ কিছু নির্দেশের উল্লেখ থাকবে। যা মেনে চলতে হবে প্রার্থীদের।
আরও পড়ুনঃ বন সহায়ক পদে আবেদনের শেষ তারিখ কবে?
কল লেটার ডাউনলোড করার জন্য প্রার্থীদের বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। যে যে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রার্থীরা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নেবেন। এছাড়া এই সম্বন্ধীয় পরবর্তী আপডেট পেতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।