ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফে রাজ্যে জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। Employment Notification No.: WBPDCL/Recruitment/2022/11
পদের নাম- জেনারেল ম্যানেজার।
মোট শূন্যপদ- ২ টি। (ST-1, SC-1)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.E./B.Tech, M.Sc,ME/ M.Tech -এ Digree করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৮ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে ১ ডিসেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ১,৪৭,৩০০/- টাকা থেকে ২,০৪,৫০০/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Director (HR), The West Bengal Power Department Corporation Limited, Bidyut Unnayan Bhaban, Plot No. 3/C, LA-Block, Sector-III, Bidhannagar, Kolkata- 700106
আবেদনের শেষ তারিখ- ১৫ ডিসেম্বর, ২০২২
নিয়োগ পদ্ধতি- শর্ট লিস্ট প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Official Website: Click Here