পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে নতুন শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়ার বিষয়ে সম্প্রতি একটি নোটিফিকেশন জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্য পুলিশে নতুনভাবে ৫২৯ টি শূন্যপদ তৈরি করে নিয়োগ করা হবে প্রার্থীদের। রাজ্যের মোট ২০২ টি থানায় এই নিয়োগ করা হবে। কোন ক্ষেত্রে এই শূন্যপদ তৈরি করে নিয়োগ করা হবে প্রার্থীদের সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।
সম্প্রতি রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ এর জন্য শূন্যপদের সংখ্যা ছিল অনেকটাই বেশি। বর্তমানে যে সংখ্যক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার দ্বিগুণ শূন্যপদে নিয়োগের কথা ছিল রাজ্য পুলিশে। নবান্ন সূত্রে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন থানায় সাব-ইন্সপেক্টর নিয়োগের জন্য ১,০৫৮ টি নতুন শূন্যপদ তৈরি করার প্রস্তাব জমা পড়েছিল। এই বিষয়ে আলোচনার পর রাজ্য সরকার মোট ৫২৯ টি নতুন শূন্যপদ তৈরি করে সেগুলিতে সাব-ইন্সপেক্টর নিয়োগ করার জন্য অনুমোদন দিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনঃ ৫ লক্ষ শূন্যপদে নিয়োগের প্রস্তাব রাজ্যের মুখ্যমন্ত্রীর
এখানে সবচেয়ে বেশি শূন্য পদ তৈরি করা হয়েছে রাজ্যের সাধারণ থানা গুলির জন্য। যেখানে মোট ১২৭ টি থানার জন্য শূন্যপদ রাখা হয়েছে ৩৫৩ টি। অর্থাৎ মোট ৫২৯ জন সাব ইন্সপেক্টর এর মধ্যে ৩৫৩ জন কে পাঠানো হবে সাধারণ থানায়। অপেক্ষাকৃত বড় থানা গুলিতে নিয়োগ করা হবে ৫১ জন সাব-ইন্সপেক্টরকে। মোট ৪০ টি থানায় এই চাকরিপ্রার্থীদের পোস্টিং করা হবে। এছাড়া রাজ্যের বিভিন্ন সাইবার ক্রাইম থানার জন্য বরাদ্দ থাকছে ১২৫ টি সাব ইন্সপেক্টর পদ। এই নিয়োগগুলি হবে ৩৫ টি থানায়। অর্থাৎ রাজ্য স্তরের প্রত্যেকটি থানায় নতুন কিছু সাব-ইন্সপেক্টর নিয়োগ করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হওয়ার অপেক্ষায় আছেন চাকরিপ্রার্থীরা।