রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর দিল সরকার। ভোট মিটতে একগুচ্ছ শূন্যপদে নিয়োগ কর্মসূচি শুরু হতে চলেছে রাজ্যে। সরকারি চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীরা এবার পরীক্ষায় বসার জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর যাবে অনলাইনে। রাজ্যের সরকারি দফতরগুলির শূন্যপদের পরিসংখ্যান খতিয়ে দেখছে নবান্ন। স্বাস্থ্য দফতর, পুলিশ বিভাগে হাজার হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা হয়েছে। পদগুলির জন্য আবেদন শুরু হবে শীঘ্রই।
রাজ্যে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে যে জট চলছিল, তার সমাধান হয়েছে সম্প্রতি। রাজ্য মন্ত্রীসভার বৈঠকে প্রচুর শূন্যপদে কনস্টেবল নিয়োগের সিদ্ধান্তে শিলমোহর পড়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সরকারের তরফে জানানো হয়েছে,আড়াই হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগ হতে চলেছে রাজ্যে। এর মধ্যেই কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। সেক্ষেত্রে রাজ্য পুলিশের ওয়েবসাইট (prb.wb.gov.in) এবং (wbpolice.gov.in)-এ নজর রাখবেন প্রার্থীরা।
আরও পড়ুনঃ রাজ্যে কয়েক হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগ
পাশাপাশি, জেল ওয়ার্ডার, সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগের ঘোষণাও করেছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। সম্প্রতি অফিসিয়াল ওয়েবসাইটে বোর্ড জানিয়েছে, আগামী ৬ অগাস্ট ২০২৩ থেকে জেল পুলিশ ও লেডি জেল পুলিশ নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। সংশ্লিষ্ট দিনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও ফর্ম ফিল আপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, একগুচ্ছ শূন্যপদে সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্ট্রেস (SI & LSI) ও সার্জেন্ট নিয়োগ হবে। আগামী ২৭ অগাস্ট, ২০২৩ থেকে নতুন অ্যাপ্লিকেশন শুরু করবে বোর্ড। রাজ্যের তরফে প্রকাশিত এত সংক্ষক সরকারি চাকরির ঘোষণায় মুখে হাসি ফুটেছে চাকরিপ্রার্থীদের। কারণ এতদিনের অপেক্ষার ফল অবশেষে মধুর হতে চলেছে তাঁদের।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে রাজ্যে জেল পুলিশ নিয়োগ