চাকরির খবর

প্রায় ৬০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ করবে রাজ্য সরকার! প্রকাশ পেতে চলেছে বিজ্ঞপ্তি

WBPSC'র ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে ৬০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে শীঘ্রই। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। প্রচুর শূন্যপদে ক্লার্ক নিয়োগ করবে রাজ্য সরকার। মোট শূন্যপদের সংখ্যা প্রায় ছয় হাজারের কাছাকাছি। বেশ কিছুদিন ধরেই ক্লার্ক নিয়োগের তোড়জোড় চলছিল রাজ্যের অন্দরে। আর কয়েক দিনের মধ্যেই তার ডিটেলস বিজ্ঞপ্তি প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। খুব সম্ভবত ডিসেম্বর মাসেই এই বিজ্ঞপ্তি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (wbpsc.gov.in)-এ প্রকাশ করা হবে।

এর আগে ২০১৯ সালে বের হয়েছিল ক্লার্কশিপ নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি। সে বছরের নিয়োগে মোট সাত হাজার শূন্যপদ পূরণ করে রাজ্য সরকার। চলতি বছরে ফের লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ দিতে উদ্যোগী হয়েছে পিএসসি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে বেছে নেবে যোগ্য প্রার্থীদের। ন্যুনতম মাধ্যমিক পাশের যোগ্যতায় সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করা যাবে। তবে উচ্চশিক্ষিতরাও আবেদন করতে পারবেন বলে জানা যাচ্ছে।

৬০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ করবে রাজ্য সরকার

আরও পড়ুনঃ WBPSC Miscellaneous পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল

নবান্ন সূত্রে খবর, ডিসেম্বর মাসের মধ্যেই ক্লার্কশিপ নিয়োগের অফিসারেরা বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হবে। আর ২০২৪ সালের জুন মাস নাগাদ এই পরীক্ষাটি আয়োজন করবে পিএসসি। প্রসঙ্গত, সম্প্রতি ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের আবেদন শেষ হয়েছে। মোট শূন্যপদের তুলনায় বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। এখনই ফুড এস আই পরীক্ষা নিয়ে কোনও নোটিফিকেশন দেয়নি কমিশন। খুব সম্ভবত পরের বছরের জানুয়ারি- ফেব্রুয়ারি নাগাদ এই পরীক্ষাটি আয়োজিত হতে পারে। বিস্তারিত জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করবেন চাকরিপ্রার্থীরা।

৬০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ করবে রাজ্য সরকার

Related Articles