রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট আপডেট দিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। গত ৪ঠা ডিসেম্বর, ২০২৩ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে WBPSC Clerkship নিয়োগের আবেদন ইতিমধ্যেই শেষ হয়েছে। অনলাইনে আবেদন জানিয়েছেন প্রায় ৮ লক্ষ ৪০ হাজার আবেদনকারী। গতবারের তুলনায় এই সংখ্যা যথেষ্ট বেশি। যদিও সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিতে শূন্যপদের কথা উল্লেখ করেনি কমিশন তবুও পরীক্ষার্থীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন দৈনিক সংসবাদপত্রের সূত্র অনুযায়ী এবারের নিয়োগে শূন্যপদ থাকতে পারে প্রায় ৬ হাজারের কাছাকাছি।
এরকম অবস্থায় এবার পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ্যে এল। পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই এই তারিখের কথা উল্লেখ করা হয়েছে। ৪ঠা ডিসেম্বর প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তির ২নং পৃষ্ঠার ৩নং প্যারাগ্রাফের শুরুতেই উল্লেখ করা হয়েছে, এই নিয়োগের প্রথম পর্যায়ের পরীক্ষা আয়োজিত হবে কলকাতা সহ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে। সবকিছু ঠিক থাকলে সংশ্লিষ্ট পরীক্ষাটি ২০২৪ সালের জুন মাস নাগাদ আয়োজিত হবে। যদিও এটি ফাইনাল কোনো ঘোষণা নয়। পরিস্থিতি অনুযায়ী এই সম্ভাব্য তারিখ পরিবর্তন হতে পারে। তবে যেহুতু এখানে লোকসভা ভোট পরবর্তী তারিখের কথা বলা হয়েছে সেক্ষেত্রে এটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।
আরও পড়ুনঃ ক্লার্কশিপ পরীক্ষার জন্য সেরা বই
উল্লেখ্য ক্লার্কশিপ নিয়োগ পরীক্ষাটি দুটি ধাপে আয়োজিত হয়। প্রথম পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের MCQ ভিত্তিক, এবং দ্বিতীয় পর্যায়ে মেন্ পরীক্ষা ১০০ নম্বরের বিশ্লেষণ ভিত্তিক। প্রিলিমিনারি পরীক্ষার সময়সীমা ৯০ মিনিট, অন্যদিকে মেন্ পরীক্ষার সময়সীমা ৬০ মিনিট। যেহেতু হাতে পর্যাপ্ত সময় আছে তাই ভালো ভাবে প্রস্তুতি নেবেন পরীক্ষার্থীরা। ক্লার্কশিপ পরীক্ষার যেকোনো আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে নজর রাখবেন।