এক নজরে
WBPSC Clerkship Practice Set 2023: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBPSC Clerkship Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBPSC Clerkship Practice Set
WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত WBPSC Clerkship পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBPSC Clerkship Practice Set in Bengali
WBPSC Clerkship পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBPSC Clerkship Practice Set 14
1. বাস্কেটবল খেলায় উভয়পক্ষে কতজন খেলোয়াড় থাকে?
[A] 5
[B] 7
[C] 9
[D] 8
উঃ 5
2. ভারতের প্রথম ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন—
[A] সাইনা নেহওয়াল
[B] পি ভি সিন্ধ
[C] সানিয়া মির্জা
[D] কাদম্বি শ্রীকান্ত
উঃ পি ভি সিন্ধু
3. পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল—
[A] স্থলে
[B] জলে
[C] অন্তরীক্ষে
[D] পাতালে
উঃ জলে
4. স্লথ হলো এক ধরনের—
[A] উদ্ভিদ
[B] প্রাণী
[C] ব্যাকটেরিয়া
[D] ছত্রাক
উঃ প্রাণী
Clerkship পরীক্ষার যেকোনো আপডেট পাওয়ার জন্য Telegram চ্যানেল জয়েন করুন ⬇⬇
5. মানবদেহে ভারসাম্য রক্ষা করে—
[A] গুরুমস্তিষ্ক
[B] লঘুমস্তিষ্ক
[C] পা
[D] মেরুদন্ড
উঃ লঘুমস্তিষ্ক
6. ডেঙ্গু নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
[A] বিলিরুবিনো মিটার
[B] ইমিউনো মিটার
[C] বায়োটেক রিডার
[D] কোনোটিই সঠিক নয়
উঃ ইমিউনো মিটার
7. ‘কপার ডেমন’ বলতে কোন ধাতুকে বোঝায়?
[A] টিন
[B] নিকেল
[C] দস্তা
[D] লোহা
উঃ নিকেল
8. ফুসফুসের আবরণ কে কি বলা হয়?
[A] প্লুরা
[B] প্লাসেন্টা
[C] হৃদঝিল্লি
[D] সবকটি
উঃ প্লুরা
9. কুকুরের দেহে উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়ক অঙ্গ হল—
[A] ত্বক
[B] লোম
[C] জিহ্বা
[D] নাক
উঃ জিহ্বা
10. নিম্নলিখিত কোনটি একটি মৌলিক পদার্থ?
[A] চুনি
[B] পান্না
[C] নীলকান্তমনি
[D] হীরক
উঃ হীরক
Clerkship পরীক্ষার Free Mock Test দিতে WhatsApp গ্ৰুপে জয়েন করুন ⬇⬇