এক নজরে
WBPSC Clerkship Practice Set 2023: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBPSC Clerkship Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBPSC Clerkship Practice Set
WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত WBPSC Clerkship পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBPSC Clerkship Practice Set in Bengali
WBPSC Clerkship পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBPSC Clerkship Practice Set 19
1.’সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
[A] দেবেন্দ্র নাথ ঠাকুর
[B] অক্ষয় কুমার দত্ত
[C] প্যারীচাঁদ মিত্র
[D] ঈশ্বর গুপ্ত
উত্তর: [D] ঈশ্বর গুপ্ত
2.সুভাষ চন্দ্র বোসকে দেশনায়ক বলে আখ্যায়িত করেন কে?
[A] মহাত্মা গান্ধী
[B] সর্দার বল্লভ ভাই প্যাটেল
[C] রামমোহন লোহিয়া
[D] রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: [D] রবীন্দ্রনাথ ঠাকুর
🟢 Clerkship পরীক্ষার যেকোনো আপডেট পাওয়ার জন্য Telegram চ্যানেল জয়েন করুন।
3. আবুল ফজলকে কার নির্দেশে হত্যা করা হয়?
[A] ঔরঙ্গজেবে
[B] যুবরাজ দানিয়াল
[C] জাহাঙ্গীর
[D] রহিম খান -ই- খানা
উত্তর: [C] জাহাঙ্গীর
4. বাংলায় মুসলিম নবজাগরণের জনক কাকে বলা হয়?
[A] মির্জা গোলাম আহমেদ
[B] মহম্মদ কাসিম
[C] নবাব আব্দুল লতিফ
[D] রশিদ গাঙ্গেহি
উত্তর: [C] নবাব আব্দুল লতিফ
আরও পড়ুনঃ ক্লার্কশিপ পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস দেখে নিন
5. ‘Springing Tiger’- বই টি কার বায়োগ্ৰাফি?
[A] ভগৎ সিং
[B] চন্দ্রশেখর আজাদ
[C] শ্যামজিতকৃষ্ণ বার্মা
[D] সুভাষচন্দ্র বোস
উত্তর: [D] সুভাষচন্দ্র বোস
চাকরির খবরঃ ব্যাঙ্ক অফ বরোদাতে একগুচ্ছ শূন্যপদে কর্মী নিয়োগ
6. তুন্দ্রা অঞ্চলে খুব শীতল বায়ু কে কি বলে?
[A]সিরক্কো
[B] বোরা
[C] মিষ্ট্রাল
[D] ব্লিজার্ড
উত্তর: [D] ব্লিজার্ড
7. স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় কত সালে?
[A] 1951
[B] 1953
[C] 1952
[D] 1955
উত্তর: [C] 1952
8.নীচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয়?
[A] অ্যাপেন্ডিক্স
[B] নিকটিটেটিং মেমব্রেন
[C]কক্সিস
[D] গলব্লাডার
উত্তর: [D] গলব্লাডার
9. শিশুদের হাঁটতে শেখা কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া?
[A] সহজাত প্রতিবর্ত ক্রিয়া
[B] অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া
[C] জটিল প্রতিবর্ত ক্রিয়া
[D] কোনোটিই নয়
উত্তর: [B] অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া
10. ইউরিয়া তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
[A] O2
[B] CO2
[C] NH3
[D] H2
উত্তর: [C] NH3
🟢 Clerkship পরীক্ষার Free Mock Test দিতে WhatsApp গ্ৰুপে জয়েন করুন।