এক নজরে
WBPSC Clerkship Practice Set 2023: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBPSC Clerkship Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBPSC Clerkship Practice Set
WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত WBPSC Clerkship পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBPSC Clerkship Practice Set in Bengali
WBPSC Clerkship পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBPSC Clerkship Practice Set 20
1. নিচের কোন প্রাণীতে মুক্ত সংবহন তন্ত্র আছে?
[A] সাপ
[B] আরশোলা
[C] কেঁচো
[D] ইঁদুর
উত্তরঃ [B] আরশোলা
2. গঙ্গা নদীর তীরে নিচের কোন শহরটি অবস্থিত নয়?
[A] লখনউ
[B] বারানসী
[C] হরিদ্বার
[D] এলাহাবাদ
উত্তরঃ [A] লখনউ
🟢 Clerkship পরীক্ষার যেকোনো আপডেট পাওয়ার জন্য Telegram চ্যানেল জয়েন করুন।
3. ক্লাইভ কত সালে দ্বিতীয়বারের জন্য বাংলার গভর্নর ছিলেন?
[A] 1764
[B] 1767
[C] 1765
[D] 1766
উত্তরঃ [C] 1765
4. গোলাপি বিপ্লব কিসের উৎপাদন বৃদ্ধির সঙ্গে যুক্ত?
[A] মাংস
[B] মধু
[C] চিংড়ি
[D]আলু
উত্তরঃ [C] চিংড়ি
আরও পড়ুনঃ ক্লার্কশিপ পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস দেখে নিন
5. কোন ধরনের বিকিরণ নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না?
[A] গামা
[B] বিটা
[C] আলফা
[D] এক্সরশ্মি
উত্তরঃ [D] এক্সরশ্মি
চাকরির খবরঃ ISRO তে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
6. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
[A] গোখলে
[B] লোকমান্য তিলক
[C] দাদাভাই নৌরজি
[D] মদন মোহন মালব্য
উত্তরঃ [D] মদন মোহন মালব্য
7. টিপু সুলতানের রাজধানী ছিল –
[A] শ্রীরঙ্গপত্তনাম
[B] মাইসোর
[C] বেলুর
[D] হাম্পি
উত্তরঃ [A] শ্রীরঙ্গপত্তনাম
8. নালন্দায় কে প্রথম খনন শুরু করেন?
[A] জন মার্শাল
[B] দয়ারাম সাহানি
[C] রাখাল দাস ব্যানার্জি
[D] ডি বি স্পুনার
উত্তরঃ [D] ডি বি স্পুনার
9. চিন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় কী নামে পরিচিত?
[A]সাইক্লোন
[B]টর্নেডো
[C] টাইফুন
[D] হ্যারিকেন
উত্তরঃ [C] টাইফুন
10. লেপচা উপজাতি কোন রাজ্যে বসবাস করে?
[A] ঝাড়খণ্ড
[B] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
[C] বিহার
[D] সিকিম
উত্তরঃ [D] সিকিম
🟢 Clerkship পরীক্ষার Free Mock Test দিতে WhatsApp গ্ৰুপে জয়েন করুন।