এক নজরে
WBPSC Clerkship Practice Set 2023: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBPSC Clerkship Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBPSC Clerkship Practice Set
WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত WBPSC Clerkship পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBPSC Clerkship Practice Set in Bengali
WBPSC Clerkship পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBPSC Clerkship Practice Set 5
1. রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত পঞ্চদশ অর্থ কমিশনের প্রধান কে?
[A] সি রঙ্গরাজন
[B] এন কে সিং
[C] কে সি পন্থ
[D] ডঃ মনমোহন সিং
উঃ এন কে সিং
2. ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত?
[A] যৌথ তালিকা
[B] কেন্দ্রীয় তালিকা
[C] রাজ্য তালিকা
[D] কোনোটিই নয়
উঃ যৌথ তালিকা
WBPSC Clerkship পরীক্ষার Free Mock Test দিতে WhatsApp গ্ৰুপে জয়েন করুন
3. বীমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের হার কত করা হয়েছে?
[A] 74%
[B] 26%
[C] 49%
[D] 100%
উঃ 49%
4. সংসদে ‘জিরো আওয়ার’ কখন শুরু হয়?
[A] 11 টায়
[B] 12 টায়
[C] 1 টায়
[D] নির্দিষ্ট নয়
উঃ 12 টায়
5. সংসদের সদস্য নয় এমন ব্যক্তি সর্বাধিক কত দিন মন্ত্রীপদে থাকতে পারবেন?
[A] এক মাস
[B] ছয় মাস
[C] তিন মাস
[D] এক বছর
উঃ ছয় মাস
6. সাধারণ বাজেট কোন দিনে সংসদে পেশ করা হয়?
[A] 1 ফেব্রুয়ারি
[B] 15 মার্চ
[C] মার্চের শেষ কাজের দিন
[D] ফেব্রুয়ারির শেষ কাজের দিন
উঃ 1 ফেব্রুয়ারি
7. ভারতের রেশন শহর বলা হয়—
[A] এলাহবাদকে
[B] আগ্রাকে
[C] ভাগলপুরকে
[D] ধানবাদকে
উঃ ভাগলপুর
8. ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
[A] দিল্লি
[B] চন্ডিগড়
[C] লাদাখ
[D] আন্দামান ও নিকোবর
উঃ লাদাখ
PSC Clerkship পরীক্ষার যেকোনো আপডেট পাওয়ার জন্য Telegram চ্যানেল জয়েন করুন
9. কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেন?
[A] জৈন ধর্ম
[B] ইসলাম ধর্ম
[C] হিন্দু ধর্ম
[D] বৌদ্ধ ধর্ম
উঃ বৌদ্ধ ধর্ম
10. ‘সত্যমেব জয়তে’ কথাটির উল্লেখ আছে—
[A] সামবেদে
[B] আরণ্যক অংশে
[C] মুন্ডক উপনিষদে
[D] কোনোটিই সঠিক নয়
উঃ মুন্ডক উপনিষদে
WBPSC Clerkship Practice Set 1 | Read Now |
WBPSC Clerkship Practice Set 2 | Read Now |
WBPSC Clerkship Practice Set 3 | Read Now |
WBPSC Clerkship Practice Set 4 | Read Now |
WBPSC Clerkship Practice Set 5 | Read Now |
WBPSC Clerkship Practice Set 6 | Read Now |
WBPSC Clerkship Practice Set 7 | Read Now |
WBPSC Clerkship Practice Set 8 | Read Now |
WBPSC Clerkship Practice Set 9 | Read Now |
WBPSC Clerkship Practice Set 10 | Read Now |
WBPSC Clerkship Practice Set 11 | Read Now |
WBPSC Clerkship Practice Set 12 | Read Now |
WBPSC Clerkship Practice Set 13 | Read Now |
WBPSC Clerkship Practice Set 14 | Read Now |
WBPSC Clerkship Practice Set 15 | Read Now |
WBPSC Clerkship Practice Set 16 | Read Now |