এক নজরে
WBPSC Clerkship Practice Set 2024: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করছে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBPSC Clerkship Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBPSC Clerkship Practice Set
WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত WBPSC Clerkship পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBPSC Clerkship Practice Set in Bengali
WBPSC Clerkship পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBPSC Clerkship Practice Set 23
1. গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন _____________ ।
[A] খ্রী:পূ: 523
[B] খ্রী:পূ: 563
[C] খ্রী:পূ; 602
[D] খ্রী:পূ: 623
উত্তরঃ [B] খ্রী:পূ: 563
2. এগুলির মধ্যে কোনটি একটি কুলোপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ?
[A] বিনয় পিটক
[B] সূত্র পিটক
[C] দীপবংশ
[D] অভিধম্মপিটক
উত্তরঃ [C] দীপবংশ
☑️ Clerkship পরীক্ষার যেকোনো আপডেট পাওয়ার জন্য Telegram চ্যানেল জয়েন করুন।
3. কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধ করেন?
[A] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
[B] সমুদ্রগুপ্ত
[C] কুমারগুপ্ত
[D] স্কন্দগুপ্ত
উত্তরঃ [D] স্কন্দগুপ্ত
4. বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা কে ছিলেন?
[A] গন্ধাতা
[B] ধেকেতা
[C] ময়ূরর্ধ্বজ
[D] দিব্য
উত্তরঃ [D] দিব্য
✅ ক্লার্কশিপ পরীক্ষার সেরা গাইড বুক অর্ডার করুন নিচের ছবিতে টাচ করে।
5. হুমায়ুননামার রচয়িতা কে?
[A] ফইজি
[B] আবুল ফজল
[C] গুলবদন বেগম
[D] বাদাউনি
উত্তরঃ [C] গুলবদন বেগম
6. আকালি আন্দোলন কবে শুরু হয়?
[A] 1911
[B] 1901
[C] 1931
[D] 1921
উত্তরঃ [D] 1921
আরও পড়ুনঃ ক্লার্কশিপ পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট
7. বালিয়াড়ি নিম্নলিখিত কোন অঞ্চলের প্রধান ভূমিরূপ _____________ ।
[A] পশ্চিম রাজস্থান
[B] পূর্ব রাজস্থান
[C] গুজরাট
[D] পাঞ্জাব
উত্তরঃ [A] পশ্চিম রাজস্থান
8. ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত?
[A] পাললিক শিলা
[B] প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা
[C] লাভা প্রবাহ
[D] পলিমাটি
উত্তরঃ [B] প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা
9. ভারতের কয়লা প্রধানত _____________ ।
[A] বিটুমিনাস
[B] এন্থরাসাইট
[C] পিট
[D] লীগনাইট
উত্তরঃ [A] বিটুমিনাস
10. ফল পাকাতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়?
[A] অ্যাসিটিলিন
[B] ইথিলিন
[C] পলিভিনাইল ক্লোরাইড
[D] মিথেন
উত্তরঃ [B] ইথিলিন
☑️ Clerkship পরীক্ষার Free Mock Test দিতে WhatsApp গ্ৰুপে জয়েন করুন।