Hello, Dear aspirants Today we are going to share WBPSC Clerkship Question Paper 2024. As you all know, the Clerkship Exam is held 16 Nov, 2024 and 17 Nov, 2024. Here you can find all shifts’ question papers when it will be done.
WBPSC Clerkship Question Paper 2024
WBPSC Clerkship Examination Details
Exam Name Clerkship Preliminary Examination 2024
Board WBPSC
Exam Date 16 & 17 November
Result Date Release soon
Official Website wbpsc.gov.in
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষা ২ দিনে মোট ৪ টি শিফটে সম্পন্ন হয়েছে। পিএসসি -র নির্দেশিকা অনুযায়ী পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা প্রশ্নপত্র বাড়ি নিয়ে আসতে পারবেন না। তাই ExamBangla.com -এর এই পোস্টে পুরো প্রশ্নপত্রের পিডিএফ পাবলিশ করা হবে না (যেহেতু প্রশ্নপত্র হাতে পাওয়া যাবে না)।
আরও পড়ুনঃ ক্লার্কশিপ পরীক্ষার ফ্রী প্র্যাকটিস সেট পিডিএফ
কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বহু পরীক্ষার্থীদের থেকে আমরা কিছু কিছু প্রশ্ন সংগ্রহ করেছি, যা পরীক্ষার্থীরা তাদের স্মৃতি থেকে জানিয়েছেন। ExamBangla.com টিম যেসব প্রশ্ন সংগ্রহ করেছে সেগুলি নীচে দেওয়া হলো।
ফ্রী পিডিএফ পেতে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন👇👇👇
Exam Date: 16/11/20245 (2nd shift)
১) বথুকাম্বা ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়?
২) বিশ্ব রক্তদান দিবস কবে পালিত হয়?
৩) জাতীয় ক্রিড়া দিবস কবে পালিত হয়?
৪) বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়?
৫) ২০২৪ বর্ষে ফিফা কতৃক সর্বশ্রেষ্ট খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন?
৬) বাংলা প্রজাস্বত্ব আইন কবে পাশ হয়?
৭) বুলগেরিয়ার মুদ্রার নাম কি?
৮) ভারতের কোন উপকূল এশিয়ার প্রথম ব্লু প্লাগ পেয়েছে?
৯) পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়?
১০) অলিম্পিকের সিম্বল কোন বছর ডিজাইন করা হয়?
১১) ফেসবুকের আবিষ্কারক কে?
১২) জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?
১) ভাস্কো ডা গামা ১৪৯৮ খ্রিস্টাব্দে কোথায় পৌঁছেছিলেন?
২) ১৮৫৭ সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
৩) INC -এর ১ম সভাপতি কে ছিলেন?
৪) বাংলায় প্রজাতন্ত্র আইন কবে পাস হয়?
৫) খিলাফৎ আন্দোলন কবে শুরু হয়?
৬) The Times of India প্রকাশিত হয় কবে?
৭) দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রধান ভূমিকা কার ছিল ?
৮) 2024 এ কোন সিনেমা অস্কার পেয়েছে?
৯) মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি?
১০) প্রণব মুখার্জি ভারতরত্ন পায় কোন সালে?
১১) 0, 2, 4 দিয়ে তৈরি ৩ অংক বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত?
১২) ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোথায় অবস্থিত?
১৩) Blue economy নিম্নলিখিত কাদের সাথে সম্পর্কিত?
১৪) বাথুকাম্মা উৎসব কোন রাজ্যে হয়?
১৫) বুলগেরিয়ার মুদ্রার নাম কি?
১৬) হিন্দন নদী কোন নদীর উপনদী?
১৭) নাথুলা পাস অবস্থিত কোন পর্বত শ্রেণীতে?
১৮) একক শক্তি হল __ ?
১৯) IPC -এর পরিবর্তে ভারতের আইনি কোডের প্রস্তাবিত নাম কী ?
২০) Operation Flood -এর অপর নাম কি?
২১) ‘World Beneath His Foot’ – কার আত্মজীবনী?
WBPSC Clerkship Main Syllabus PDF Download
২২) ২০২৪ -এ বিশ্বের সবচেয়ে টেকসই শহরের নাম কি?
২৩) Ornithology ___ সম্পর্কিত?
২৪) 12, 15, 18 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হল __।
২৫) অলিম্পিক সিম্বলের ডিজাইন কত সালে গৃহীত হয়?
২৬) দেওয়ালে সরাসরি আঁকা শিল্প কর্মকে কি বলে?
২৭) কোন সমুদ্র সৈকত – ব্লু ফ্ল্যাগ পেয়েছে?
২৮) 2024 ফিফা বর্ষসেরা ফুটবলার কে হয়েছে?
২৯) নিম্নলিখিত কোনটির একক বার?
৩০) কোন তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি?
৩১) বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়?
৩২) অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় কোন বায়ুস্তর?
৩৩) IUCN – এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
৩৪) উকাই বাঁধ কোথায় অবস্থিত?
৩৫) বিশ্ব রক্তদানকারী দিবস কবে পালিত হয়?
Exam Date: 17/11/2024
১) দ্য স্টাডি নাইট চিত্রটি কে রচনা করেছিলেন?
২) মোনালিসা ছবিটি কোন মিউজিয়ামে অবস্থিত?
৩) রাতকানা রো কোন ভিটামিনের অভাবে হয়?
৪) রেমাল ঘূর্ণিঝড় এর নামকরণ করেছিল কোন দেশ?
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার নিয়োগ পদ্ধতি অনুযায়ী পার্ট- ১ পরীক্ষায় যেসব প্রার্থীরা পাশ করবেন, তাদের পার্ট- ২ পরীক্ষা বা মেন পরীক্ষার জন্য ডাকা হবে। মেন পরীক্ষা পাশ করলে ইন্টারভিউ -এর জন্য ডাকা হবে। এবার তো পার্ট- ১ বা প্রিলিমিনারী পরীক্ষা হলো, এখন সময় মেন পরীক্ষার প্রস্তুতি শুরু করার। মেন পরীক্ষার সিলেবাস কি আছে, তা নীচে টেবিল আকারে দেওয়া হলো-
Clerkship Main Exam Pattern | |
Subject | Marks Division |
English | 50 Marks |
Bengali | 50 Marks |