বহু প্রতিক্ষার অবসান হল। অবশেষে ৩৭৮৫ জন চাকরীপ্রার্থীর মুখে ফুটে উঠলো যুদ্ধ জয়ের হাসি। প্রতিক্ষাটি দীর্ঘ সময়ের। সেই ২০১৯ সালে পরীক্ষার পর চূড়ান্ত ধাপের ফলাফল প্রকাশিত হল ২০২২ -এ। এই যুদ্ধে জয়ী হলো অগণিত বেকার ছাত্রছাত্রী। এতদিন বুকে এক ঝাঁক স্বপ্ন নিয়ে যে পথে পা বাড়িয়েছিল তার প্রথম ধাপ অতিক্রম করলো চাকরীপ্রার্থীরা।
আজ পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার রিজিওনাল বিভাগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হল। এদিন ৬ জুলাই সন্ধ্যা নাগাদ পিএসসি, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ৩৭৮৫ জনের নাম এবং রোল নম্বর সমন্বিত মেধা তালিকা প্রকাশ করেছে। LDA / LDC এবং এই পদগুলোর মতো একই পর্যায়ভুক্ত বিভিন্ন পদে নিয়োগ করা হয় পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য বহুবার বহু জায়গায় আন্দোলন করেছে ছাত্রছাত্রীরা। অবশেষে তাদের আন্দোলন সার্থক হল। ফলাফল প্রকাশ হল। হাসি ফুটলো বহু বেকার চাকরী প্রার্থীদের মুখে।
চাকরির খবরঃ পশ্চিমবঙ্গের বিভিন্ন রেলওয়ে স্টেশনে টিকিট সেলার নিয়োগ
কীভাবে রেজাল্ট দেখবেন?
১) আপনি নিজের রেজাল্ট দেখার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি পৌঁছে যান অফিসিয়াল ওয়েবসাইটে
২) এদিন প্রকাশিত বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।
৩) ডাউনলোড হবে পিডিএফ।
৪) উক্ত পিডিএফে নিজের রোল নম্বর বা নাম সার্চ করুন অথবা চেক করুন।
WBPSC Clerkship Result: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here