পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর তরফে সিভিল সার্ভিস একজামিনেশন ২০২৩ পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষার ফি পেমেন্ট করতে পারেননি তাঁদের আবেদন ফি জমা করার সুযোগ দিচ্ছে কমিশন।
পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস একজামিনেশন ২০২৩ -এর রেজিস্ট্রেশন চলেছিল গত ২১শে মার্চ ২০২৩ অবধি। বহু পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার জন্য আবেদন জানালেও ফি পেমেন্ট করতে পারেননি। তাঁরা এবার অফলাইন ও অনলাইন মারফত পরীক্ষার ফি জমা করতে পারবেন। আগামী ১৮ই এপ্রিল ২০২৩ থেকে ২০ এপ্রিল ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি জমা করতে পারবেন প্রার্থীরা। এছাড়া আগামী ১৯শে এপ্রিল থেকে ২৪শে এপ্রিল পর্যন্ত অফলাইনে ফি জমা করার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে নিয়োগ করছে ভারতীয় সেনা
এ বিষয়ে বিস্তারিত জানতে কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নেবেন প্রার্থীরা। কমিশন জানিয়েছে, আবেদনপত্রের এডিট উইন্ডো ওপেনের বিষয়ে কিছুদিনের মধ্যে আপডেট দেওয়া হবে। এছাড়া পরীক্ষা সম্পর্কিত পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইট (wbpsc.gov.in) তে নজর রাখার নির্দেশ দেওয়া হচ্ছে প্রার্থীদের।