চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিলেন তাদের উদ্দেশ্যে বিশেষ বিজ্ঞপ্তি জারি করল কমিশন। এদিন বুধবার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য জানিয়ে দিল কমিশন।
পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আগামী ১৬ এবং ১৭ই মার্চ ২০২৪ অর্থাৎ শনি এবং রবিবার রাজ্যে ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা আয়োজিত হবে। দুইদিন তিনটি সেশানে এই পরীক্ষা আয়োজন করা হবে। প্রথম সেশানে পরীক্ষা হবে সকাল ৯ টা ৩০ মিনিট থেকে ১১ টা পর্যন্ত। দ্বিতীয় সেশন এ পরীক্ষা হবে দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে ২ টা পর্যন্ত। এবং তৃতীয় সেশনে পরীক্ষা হবে বিকেল ৩ টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত। সংশ্লিষ্ট পরীক্ষার তারিখ এর আগেই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলি দেখে নিন
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ২ মার্চ ২০২৪ তারিখ থেকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার্থীরা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আবেদন জানানোর সময় চাকরি প্রার্থীরা যে আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করেছিলেন সেই আইডি ব্যবহার করেই লগইন করার পর নিজের অ্যাপ্লিকেশন আইডি সাবমিট করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।