চাকরির খবর

WBPSC Food SI: ফুড সাব ইন্সপেক্টর নিয়োগে আর দুর্নীতি বরদাস্ত নয়! স্পষ্ট জানাল হাইকোর্ট

Advertisement

রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের দুর্নীতি প্রকাশ্যে এসেছে। দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করেন প্রার্থীরা। আর এবার মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি হরিশ ট্যান্ডন। নিয়োগ মামলায় তাঁর হুঁশিয়ারি, নিয়োগে আর দুর্নীতি বরদাস্ত করা হবেনা। তদন্তে যদি প্রমাণ হয়, বেআইনি নিয়োগ হয়েছে, তবে আদালত নিয়োগ বাতিল করবে।

ফুড সাব ইন্সপেক্টর নিয়োগে বিস্তর অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। সংরক্ষণ বিধি, ইন্টারভিউ সংক্রান্ত বিষয় এমনকি ভুল প্রশ্নের অভিযোগ তোলেন মামলাকারীরা। সূত্রের খবর, মামলার শুনানিতে রাজ্যের বক্তব্য, তিরিশ জনকে মামলায় যুক্ত করা হয়েছে। বাকিদেরও যুক্ত করার নির্দেশ দেওয়া হোক। এই মামলায় শনিবার বিচারপতি হরিশ ট্যান্ডন বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৫ জুন।

আরও পড়ুনঃ কলকাতা পুলিশের ১২ হাজার শূন্যপদে নিয়োগ শুরুর পথে রাজ্য

উল্লেখ্য, ২০১৮ সালে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা নেয় রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। এই পরীক্ষার ভিত্তিতে ২০২০ সালের ডিসেম্বর মাসে একটি প্যানেল প্রকাশিত হয়। এতে নাম ছিল ৯৫৭ জন প্রার্থীর। এরপর ২০২১ সালে নিয়োগ পান ১০০ জন। তবে সেই নিয়োগে অস্বচ্ছতা রয়েছে, এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন প্রার্থীরা।

WBPSC Food SI

Related Articles