অন্যান্য খবর

Food SI ফর্ম ফিলাপে কি ভুল করেছেন? কিভাবে সংশোধন করবেন জেনে নিন

Food SI ফর্ম ফিলাপ করতে গিয়ে দিয়ে ফেলেছেন ভুল তথ্য? কিভাবে করবেন সংশোধন, বিস্তারিত জানতে পড়ুন আজকের প্রতিবেদন।

Advertisement

রাজ্য সরকারের ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের ফর্ম ফিল আপ করার সময় কি কোনও ভুল হয়েছে আপনার? সেই ভুল সংশোধন করবেন কিভাবে? ফুড এস আই ফর্ম ফিল আপের ভুল সংশোধনের জন্য কি কোনও টাকা দিতে হবে? ফর্মের ভুল সংশোধন করতে চাইলে তার আবেদন করবেন কিভাবে? ফর্ম ফিল আপ শেষ হতেই এই সকল প্রশ্ন নিয়ে চিন্তিত রাজ্যের চাকরিপ্রার্থীরা। আর তাই তাঁদের কথা মাথায় রেখে আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হল এ বিষয় সম্বন্ধীয় বিস্তারিত তথ্য। একনজরে দেখে নিন চাকরিপ্রার্থীরা।

Food SI Guidance Guru

একগুচ্ছ শূন্যপদে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মাধ্যমিক পাশ যোগ্যতায় এই পদের চাকরির জন্য আবেদন জানানো যায়। গত ২৩ অগাস্ট ২০২৩ থেকে শুরু হয়েছিল ফর্ম ফিল আপ। গতকাল ২০ সেপ্টেম্বর শেষ হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। রাজ্যের প্রায় দশ লক্ষের কাছাকাছি চাকরিপ্রার্থী ফুড এস আই পদের জন্য আবেদন জানিয়েছেন। আর ফর্ম ফিল আপ করার সময় রাজ্যের বহু পরীক্ষার্থী বেশ কিছু তথ্য ভুল দিয়ে ফেলেছেন। এই সকল ত্রুটি কিভাবে সংশোধন করা যাবে, তা নিয়ে ইতিমধ্যে চিন্তায় রয়েছেন প্রার্থীরা। পরীক্ষার আগে ত্রুটি সংশোধন করতে না পারলে পরবর্তীতে কোনোও সমস্যা হতে পারে বলে মনে করছেন তাঁরা।

আরও পড়ুনঃ ফুড সাব-ইন্সপেক্টর আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি

সূত্রের খবর, ফুড এস আই ফর্ম ফিল আপের সময় যে সমস্ত পরীক্ষার্থী তথ্য ভুল দিয়ে ফেলেছিলেন তাঁদের সকলের জন্য এডিট উইন্ডো চালু করতে চলেছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। সেক্ষেত্রে এডিট উইন্ডো চালু হলে ফর্মে দেওয়া আগের তথ্য সংশোধন করে নিতে পারবেন পরীক্ষার্থীরা। ভুল তথ্যগুলি সংশোধন করে নতুন করে জমা করা যাবে অ্যাপ্লিকেশন। কিন্তু কবে থেকে এই এডিট উইন্ডো চালু হবে, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। খুব শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি দিতে পারে পাবলিক সার্ভিস কমিশন। এডিট উইন্ডো চালু হলে বা সংশোধন প্রক্রিয়া শুরু হলে ‘Exam Bangla’-এর টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম আপডেট দেওয়া হবে।

Food SI Edit Window আপডেট পেতে যুক্ত হন ‘Exam Bangla’-র টেলিগ্রাম চ্যানেলে 👇👇

Food SI

Related Articles