পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ফুড সাব-ইন্সপেক্টার নিয়োগের পরীক্ষা হবে আগামী শনি ও রবিবার অর্থাৎ ১৬ এবং ১৭ মার্চ তারিখে। উল্লেখ্য, কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী দুই দিন ধরে মোট ৬ টি শিফটে এই পরীক্ষা আয়োজন করা হবে। ইতিমধ্যেই পরীক্ষার্থীরা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ডাউনলোড করা অ্যাডমিট কার্ডে পরীক্ষার তারিখ এবং শিফট উল্লেখ করা হয়েছে। এবার পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ কিছু বার্তা দিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। কি সেই বার্তা আসুন জেনে নেওয়া যাক।
কমিশনের দ্বারা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, যেহেতু দুই দিন ব্যাপী ৬ টি আলাদা শিফটে পরীক্ষা হবে তাই কোনও পরীক্ষার্থী পরীক্ষার প্রশ্নপত্র বাড়ি নিয়ে যেতে পারবেন না। প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষার শেষে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের পরীক্ষকের কাছে প্রশ্নপত্র জমা দেবেন। এছাড়া পরীক্ষা শুরুর ১০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রের মূল গেট বন্ধ করে দেওয়া হবে। সেক্ষেত্রে ওই সময়ের আগেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট সময়সীমার পরে কোনও পরীক্ষার্থীকেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
আরও পড়ুনঃ মে মাসে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট
এই নিয়মগুলি ছাড়া আরও জানানো হয়েছে, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাসের মত যোগাযোগ স্থাপনকারী ইলেক্ট্রনিক্স গ্যাজেটগুলি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। এক্ষেত্রে কমিশন মোবাইল সহ বাকি ইলেক্ট্রনিক্স গ্যাজেটগুলি পরীক্ষা কেন্দ্রে না নিয়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে কমিশন জানিয়েছে কোনও পরীক্ষার্থী যদি নিষিদ্ধ বস্তু পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসেন তার দায়িত্ত্ব সম্পূর্ণরূপে পরীক্ষার্থীকে নিতে হবে। যে কোনও কারণে কোনও বস্তু হারিয়ে গেলে বা কোনও বস্তুর ক্ষতি হলে তার দায় কমিশন নেবে না।