রাজ্যে সম্প্রতি ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। ৪৮০ টি শূন্যপদের জন্য রাজ্যের প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ইতিমধ্যে সংশ্লিষ্ট পরীক্ষার ৬ টি শিফটের প্রশ্নপত্রের উত্তরপত্র নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে পাবলিক সার্ভিস কমিশন। এদিকে এই পরীক্ষা নিয়ে বিভ্রান্তি শুরু হয়েছে পরীক্ষা শেষের পরেই। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ করছেন একটি অংশের পরীক্ষার্থীরা।
সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে পাবলিক সার্ভিস কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে পুনরায় স্বচ্ছ ভাবে অনলাইন মাধ্যমে পরীক্ষা আয়োজনের আর্জি জানিয়েছিলেন পরীক্ষার্থীরা। সূত্র মারফত খবর, পরীক্ষার্থীদের এই প্রতিবাদের ফলস্বরূপ তাদের কাছ থেকে লিখিত অভিযোগ জমা নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগটি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন কমিশনের উচ্চ পদস্থ কর্তারা। সংশ্লিষ্ট বিষয়টি এখনো আলোচনার মধ্যে আছে এবং এই বিষয়ে অভ্যন্তরীণ পদক্ষেপ নেওয়া হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে।
আরও পড়ুনঃ নতুন বছরে ‘যুবশ্রী’ প্রকল্পের আবেদন শুরু হল
পরীক্ষার্থীদের অভিযোগপত্র জমা নেওয়ার পরেই পুনরায় এই নিয়োগের পরীক্ষা আয়োজন করার বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়। চাকরিপ্রার্থীদের একাংশের মতামত ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা পুনরায় গ্রহণ করা উচিত পাবলিক সার্ভিস কমিশনের। যদিও পুনরায় পরীক্ষা আয়োজন করার বিষয়টি নিয়ে স্পষ্ট কোন তথ্য জানায়নি পাবলিক সার্ভিস কমিশন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কমিশনের দাবি সংশ্লিষ্ট অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। চাকরিপ্রার্থীদের লিখিত অভিযোগ জমা পড়ার পর এই বিষয়টি নিয়ে কত দ্রুত পদক্ষেপ করে পাবলিক সার্ভিস কমিশন সেদিকেই তাকিয়ে আছেন অভিযোগকারী চাকরিপ্রার্থীরা। সংশ্লিষ্ট অভিযোগ প্রমাণিত হলে পুনরায় পরীক্ষা আয়োজন করা হবে বলে আশা করছেন সেই সমস্ত চাকরিপ্রার্থীরা।