পশ্চিমবঙ্গের খাদ্য দফতরে ফুড সাব ইন্সপেক্টর (Food SI) পদে নিয়োগ কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার। চলতি বছরে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ২০ সেপ্টেম্বর শেষ হয়েছে অ্যাপ্লিকেশন। ইতোমধ্যে পরীক্ষার দিনক্ষণ জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরীক্ষার্থীরা। আভাস মিলছে, আগামী বছরের জানুয়ারি মাসের দিকে ফুড এস আই পরীক্ষা হতে পারে। এখন পরীক্ষার্থীদের মনে প্রশ্ন, তাহলে পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে মিলবে? সাম্প্রতিক একটি রিপোর্টে মিলল তার উত্তর।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, চলতি বছরের শেষের দিকে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা হতে পারে। কিন্তু বর্তমানে জানা যাচ্ছে, এবছর নয় বরং পরের বছরের শুরুতে পরীক্ষার আয়োজন করতে পারে পিএসসি (WBPSC)। সেক্ষেত্রে যদি জানুয়ারি মাসে পরীক্ষা হয়, তবে নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যেই পরীক্ষার নির্দিষ্ট তারিখ জানিয়ে দেবে কমিশন। আর সে তারিখ জানানোর সঙ্গে সঙ্গেই অ্যাডমিট দেওয়ার দিনক্ষণ জানা যাবে। আপাতত পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৪ জানুয়ারি। এই তারিখকে ধরেই একটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, ডিসেম্বরের লাস্ট সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ফুড এস আই পরীক্ষার অ্যাডমিট দেওয়া হবে। পরীক্ষার তারিখ ও অ্যাডমিট সম্বন্ধীয় তথ্য জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (wbpsc.gov.in)-এ নজর রাখবেন। যদিও এ নতুন আপডেট পাওয়া গেলে ‘Exam Bangla’-এর পাতায় জানতে পেরে যাবেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের তরফে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের শূন্যপদ রাখা হয়েছে ৪৮০টি। কিন্তু কমিশন সূত্রে খবর, সর্বমোট আবেদন জমা পড়েছে প্রায় তেরো লক্ষ বাইশ হাজার। তুলনায় স্বল্প শূন্যপদে এত সংখ্যক আবেদন জমা পড়ায় প্রতিযোগিতা যে বাড়বে তা ধারণা করা যায়। অতএব জোরকদমে প্রস্তুতি নিয়েই পরীক্ষা কেন্দ্রে হাজির হতে হবে চাকরিপ্রার্থীদের।
আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস