রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। প্রচুর শূন্যপদে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে রাজ্য। কিছুদিন আগে ১০ মে তারিখে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) ফুড সাব ইন্সপেক্টর পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু শূন্যপদের সংখ্যা ও আবেদন শুরুর দিনক্ষণ জানা যায়নি। কিন্তু সম্প্রতি জানা গেল শূন্যপদের সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি।
পশ্চিমবঙ্গ সরকারের ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড-III-তে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের। এই পদে চাকরি করার জন্য অন্তত মাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে, প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আর প্রার্থীদের বয়স হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কিছু ছাড় রাখা হয়েছে।
আরও পড়ুনঃ খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল
সূত্রের খবর, মে মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ শুরু হতে পারে আবেদন গ্রহণ প্রক্রিয়া। মোট শূন্যপদের সংখ্যা ৯৫৭ টিরও বেশি। অতএব রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি ভালো সুযোগ। ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষাটি মূলত দুটি ধাপে পরিচালিত হয়। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। লিখিত পরীক্ষায় থাকবে অবজেকটিভধর্মী প্রশ্ন। গণিত ও সাধারণ জ্ঞানের পরীক্ষা দেবেন প্রার্থীরা। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে (wbpsc.gov.in) ওয়েবসাইটে নজর রাখবেন। এ বিষয়ে পরবর্তী আপডেট মিললে Exam Bangla- এর ওয়েবসাইটের মাধ্যমে তা জানতে পেরে যাবেন প্রার্থীরা।