পশ্চিমবঙ্গের সরকারি চাকরির নিয়োগ দুর্নীতি যেন পিছু ছাড়ে না। রাজ্যের অধিকাংশ চাকরি নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা কিংবা পরীক্ষার ফলাফল প্রকাশ পরপরই নিয়োগে দুর্নীতির অভিযোগে আদালতে মামলা হতে দেখা যায়। এবং আদালতের তরফ নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করা হয়। এর অন্যথা হলো না পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর (Food Sub- Inspector) নিয়োগের ক্ষেত্রেও। নিয়োগে দুর্নীতির অভিযোগে আগেই মামলা হয়েছিল। তবে এবার SAT পিএসসির ফুড সাব-ইন্সপেক্টর -এর চূড়ান্ত মেধা তালিকার সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিল।
দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগে এদিন মঙ্গলবার এই প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা স্যাট -এর তরফ থেকে। যার ফলে অনিশ্চিত হয়ে পড়ল প্যানেলে থাকা ৯৯৭ জনের ভবিষ্যৎ। ফুড সাব-ইন্সপেক্টর চূড়ান্ত প্যানেলে থাকা ১০০ জন প্রার্থী ইতিমধ্যেই নিয়োগপত্র হাতে পেয়েছেন। তাদেরও ভবিষ্যত অনিশ্চিত। প্যানেল বাতিলের পাশাপাশি এই ১০০ জন প্রার্থী যারা চাকরিতে যোগদান করেছেন তাদেরকে বরখাস্ত ও তাদের বেতন পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন বিচারপতি।
Read More: WB Food SI Recruitment Update 2022
প্রসঙ্গত ২০১৮ সালে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) -র তরফ থেকে রাজ্যের খাদ্য দপ্তরে ফুড সাব-ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। বহু গড়িমসির পরে পিএসসি প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করে। প্রিলিমিনারি পরীক্ষায় পাস করা প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হয়। এবং তারপরে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে পিএসসি। চাকরিপ্রার্থীদের কাছে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত মেধা তালিকা কয়েক বছরের অপেক্ষা ছিল। এতকাল অপেক্ষা করেও শেষ পর্যন্ত নিয়োগে বাধা! রাজ্যের চাকরিপ্রার্থীদের কথায়, নিয়োগে দুর্নীতি হয়েছে কিনা তা আদালতের বিচার্য বিষয়। কিন্তু যেসব প্রার্থীরা দিনরাত এক করে চাকরির প্রস্তুতি নিয়ে চাকরিতে নাম নিয়ে এলো, কিছু সংখ্যক দুর্নীতিগ্রস্তদের জন্য তাদের কেন বাধা সইতে হবে?
চাকরির খবরঃ রাজ্যে গ্রূপ-ডি কর্মী নিয়োগ চলছে
এই প্যানেল বাতিল হয়ে নতুন করে নিয়োগ হবে কিনা তা সময় বলবে। তবে রাজ্যে আবারও নতুন করে ফুড সাব-ইন্সপেক্টর (Food SI) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে সূত্রের খবর। মাধ্যমিক পাশ করে থাকলেই যেকোনো প্রার্থীরা ফুড সাব-ইন্সপেক্টর পদে আবেদন করতে পারেন। বয়স হতে হয় ১৮ টি ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রাথীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ExamBangla.com -এর পাতায় সর্বপ্রথম প্রকাশিত হবে।
প্রতিদিন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির খবর পাওয়ার জন্য ExamBangla.com -এর পাতায় চোখ রাখুন।
চাকরির খবরঃ কেন্দ্র্রীয় সরকারের গ্রূপ-সি কর্মী নিয়োগ