এক নজরে
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Team Exam Bangla ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Bangla -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট’ আপলোড করা হচ্ছে। Exam Bangla আয়োজিত ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট
Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।
WBPSC Food SI Practice Set
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
Food SI Practice Set 19
1. মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত?
[A] সিকিম
[B] ত্রিপুরা
[C] আসাম
[D] মেঘালয়
উঃ ত্রিপুরা
2. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের প্রধান নদী কোনটি?
[A] দামোদর
[B] অজয়
[C] ময়ূরাক্ষী
[D] শিলাবতী
উঃ দামোদর
3. ভারতের বৃহত্তম নদী (জলের ঘনত্ব অনুযায়ী) কোনটি?
[A] সিন্ধু
[B] ব্রহ্মপুত্র
[C] গঙ্গা
[D] গোদাবরী
উঃ ব্রহ্মপুত্র
4. সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেন?
[A] কান্ব
[B] সিমুক
[C] হল
[D] গৌতমীপুত্র
উঃ সিমুক
5. তাজমহলের স্থপতি কে ছিলেন?
[A] ওস্তাদ আহমেদ লহোরী
[B] ওস্তাদ ঘানি কুতুবদ্দিন
[C] ইয়াকুব
[D] দাসবন্ত
উঃ ওস্তাদ আহমেদ লহোরী
6. ইয়ং ইন্ডিয়া এবং হরিজন পত্রিকার প্রকাশ কে করেন?
[A] জওহরলাল নেহেরু
[B] আম্বেদকর
[C] মহাত্মা গান্ধী
[D] সুভাষচন্দ্র বসু
উঃ মহাত্মা গান্ধী
7. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি কে ছিলেন?
[A] দাদাভাই নৌরজি
[B] এলান অক্টাভিয়ান ভিউম
[C] ফিরোজ শাহ মেহতা
[D] বদরুউদ্দিন তৈয়বাজি
উঃ এলান অক্টাভিয়ান হিউম
8. নিম্নলিখিত কোনটি অপ্রত্যক্ষ কর নয়?
[A] বিক্রয়কর
[B] এক্সসাইজ ডিউটি
[C] কাষ্টমস ডিউটি
[D] এক্সপেন্ডেচার ডিউটি
উঃ এক্সপেন্ডেচার ডিউটি
আরও পড়ুনঃ WBPSC Food SI Best Guide Book
9. কার্বনের কঠিনতম রূপ কী?
[A] কোক
[B] গ্রাফাইট
[C] ডায়মন্ড
[D] কোনোটিই নয়
উঃ ডায়মন্ড
10. নিচের কোনটি ভেক্টর রাশি নয়?
[A] কার্য
[B] বল
[C] টর্ক
[D] বেগ
উঃ কার্য
Food SI পরীক্ষার ফ্রি মক টেস্ট পেতে টেলিগ্রামে যুক্ত হন 👇👇👇
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট
WBPSC Food SI Practice Set | |
Food SI Practice Set 37 | Read More |
Food SI Practice Set 36 | Read More |
Food SI Practice Set 35 | Read More |
Food SI Practice Set 34 | Read More |
Food SI Practice Set 33 | Read More |
Food SI Practice Set 32 | Read More |
Food SI Practice Set 31 | Read More |
Food SI Practice Set 30 | Read More |
Food SI Practice Set 29 | Read More |
Food SI Practice Set 28 | Read More |
Food SI Practice Set 27 | Read More |
Food SI Practice Set 26 | Read More |
Food SI Practice Set 25 | Read More |
Food SI Practice Set 24 | Read More |
Food SI Practice Set 23 | Read More |
Food SI Practice Set 22 | Read More |
Food SI Practice Set 21 | Read More |
Food SI Practice Set 20 | Read More |
Food SI Practice Set 19 | Read More |
Food SI Practice Set 18 | Read More |
Food SI Practice Set 17 | Read More |
Food SI Practice Set 16 | Read More |
Food SI Practice Set 15 | Read More |
Food SI Practice Set 14 | Read More |
Food SI Practice Set 13 | Read More |
Food SI Practice Set 12 | Read Now |
Food SI Practice Set 11 | Read Now |
Food SI Practice Set 10 | Read Now |
Food SI Practice Set 9 | Read Now |
Food SI Practice Set 8 | Read Now |
Food SI Practice Set 7 | Read Now |
Food SI Practice Set 6 | Read Now |
Food SI Practice Set 5 | Read Now |
Food SI Practice Set 4 | Read Now |
Food SI Practice Set 3 | Read Now |
Food SI Practice Set 2 | Read Now |
Food SI Practice Set 1 | Read Now |