এক নজরে
WBPSC Food SI Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Team Exam Bangla ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Bangla -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBPSC Food SI Practice Set আপলোড করা হচ্ছে। Exam Bangla আয়োজিত WBPSC Food SI Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।
WBPSC Food SI Practice Set
Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।
Food SI Practice Set 54
1. ভারতের নিম্নলিখিত উপকূলীয় অঞ্চলটি ঘূর্ণবাত -এর দ্বারা প্রভাবিত—
[A] চেন্নাই উপকূল
[B] কেরালা উপকূল
[C] অন্ধ্র উপকূল
[D] বঙ্গ উপকূল
উত্তরঃ [C] অন্ধ্র উপকূল
2. নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত—
[A] সুবর্ণরেখা
[B] দারকেশ্বর
[C] বরাকর
[D] কংসাবতী
উত্তরঃ [D] কংসাবতী
3. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল—
[A] মহেন্দ্র গিরি
[B] নীলগিরি
[C] জিন্দা গাদা
[D] আনাইমুদি
উত্তরঃ [C] জিন্দা গাদা
4. সুরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
[A] কেরালা
[B] কর্ণাটক
[C] মহারাষ্ট্র
[D] মধ্যপ্রদেশ
উত্তরঃ [B] কর্ণাটক
আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট
5. নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ ও আসাম কে পৃথক করেছে—
[A] রায় ডাক
[B] সঙ্কোশ
[C] কাল জানি
[D] চেল
উত্তরঃ [B] সঙ্কোশ
6. নিম্নলিখিত রাজ্য গুলির মধ্যে ভারতে টিনের সর্বাধিক উৎপাদন হল—
[A] রাজস্থান
[B] ওড়িশা
[C] ঝাড়খন্ড
[D] ছত্রিশগড়
উত্তরঃ [D] ছত্রিশগড়
7. ভারতের প্রথম GI Tag প্রাপ্ত পদার্থ হল—
[A] এলাচ
[B] দার্জিলিং চা
[C] বাসমতী চাল
[D] গোবিন্দ ভোগ চাল
উত্তরঃ [B] দার্জিলিং চা
8. 0 kg এ থাকা শুষ্ক সিলিকন হল—
[A] অর্ধপরিবাহী
[B] ধাতু
[C] অন্তরক
[D] অতি পরিবাহী
উত্তরঃ [C] অন্তরক
9. চাঁদ এবং পৃথিবীর ব্যাসের আনুমানিক অনুপাত হল—
[A] 1:2
[B] 1:5
[C] 1:4
[D] 1:8
উত্তরঃ [C] 1:4
10. সৌর চুল্লি কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে?
[A] বোলোমিটার
[B] পাইরোমিটার
[C] গ্রীন হাউস
[D] সৌর আলোক তড়িৎ কোষ
ফুড এসআই মক টেস্টের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন 👇
উত্তরঃ [C] গ্রীন হাউস
11. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়?
[A] 60 তম
[B] 62 তম
[C] 61 তম
[D] 63 তম
উত্তরঃ [C] 61 তম
12. সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর কালীন বয়স—
[A] 60 বৎসর
[B] 62 বৎসর
[C] 65 বৎসর
[D] 70 বৎসর
উত্তরঃ [C] 65 বৎসর
13. ভারতে আমদানিকৃত পণ্যদ্রব্যের মধ্যে কোন দ্রব্যটি স্থান প্রথমে?
[A] সোনা
[B] প্লাটিনাম
[C] পেট্রোলিয়াম পণ্য
[D] অশোধিত পেট্রোলিয়াম পণ্য
উত্তরঃ [D] অশোধিত পেট্রোলিয়াম পণ্য
14. দিনে কতবার ঘড়ির কাঁটা দুটি পরস্পর মিলে যায়?
[A] 24
[B] 20
[C] 21
[D] 22
উত্তরঃ [D] 22
15. শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল?
[A] শ্রীকান্ত
[B] পথের দাবী
[C] পল্লী সমাজ
[D] উপরের কোনটি নয়
উত্তরঃ [B] পথের দাবী