এক নজরে
WBPSC Food SI Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Team Exam Bangla ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Bangla -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Food SI Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Bangla আয়োজিত WBPSC Food SI Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।
WBPSC Food SI Practice Set
Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।
Food SI Practice Set 40
1. বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে কোন রাজ্য গড়ে উঠেছিল?
[A] কোশন
[B] অঙ্গ
[C] অবন্তী
[D] মগধ
উত্তরঃ [D] মগধ
2. গ্রীক লেখকদের রচনায় কোন রাজাকে “স্যান্দ্রকোটটাস” বলা হয়েছে?
[A] বিন্দুসার
[B] অশোক
[C] ধননন্দ
[D] চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তরঃ [D] চন্দ্রগুপ্ত মৌর্য
3. এলাহাবাদ স্তম্ভ লিপি কে রচনা করিয়াছেন?
[A] রবিকীর্তি
[B] বানভট্ট
[C] হরিষেণ
[D] রুদ্রদমন
উত্তরঃ [C] হরিষেণ
4. সি ইউ কি কে লিখেছিলেন?
[A] ফা হিয়েন
[B] হিয়েন সাঙ
[C] আই সাঙ
[D] মেগাস্থিনিস
উত্তরঃ [B] হিয়েন সাঙ
5. অনুসারী শিল্প গড়ে উঠেছে কোথায়?
[A] আসানসোল
[B] কলকাতা
[C] হলদিয়া
[D] মেদিনীপুর
উত্তরঃ [C] হলদিয়া
আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট
6. সল্টলেকে কোন শিল্প গড়ে উঠেছে?
[A] আই টি ইন্ড্রাস্ট্রি
[B] কম্পুটার
[C] ইঞ্জিনিয়ারিং
[D] ইলেকট্রনিক্স
উত্তরঃ [A] আই টি ইন্ড্রাস্ট্রি
7. মিশ্রণ গুলির মধ্যে কোনটিতে বিজয়ী ফানের দ্বারা পৃথক করা যায়?
[A] জল + দুধ
[B] জল+ চিনি
[C] পেট্রোল+ কেরোসিন
[D] জল +তেল
উত্তরঃ [D] জল +তেল
8. ______________ বিক্রিয়ার রাসায়নিক বিয়োজন ঘটে?
[A] তাপশোষক
[B] উভয়মুখী বিক্রিয়া
[C] হয়তো উভমুখী বা তাপ উৎপাদক
[D] উভয় মুখী এবং তাপশোষক
উত্তরঃ [C] হয়তো উভমুখী বা তাপ উৎপাদক
9. কোন আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে
[A] পুনর্গঠন এবং উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক
[B] আমেরিকার ফেদারেল রিজার্ভ ব্যবস্থা
[C] ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার
[D] উপরের কোনোটিই নয়
উত্তরঃ [C] ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার
10. বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে UNO -র আগে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছিল তার নাম কি?
[A] জাতিগোষ্ঠীগুলির সমন্বয়
[B] সমস্ত রাষ্ট্রগুলি কে নিয়ে আন্তর্জাতিক গোষ্ঠী
[C] লীগ অব নেশনস
[D] উপরোক্ত কোনোটিই নয়।
উত্তরঃ [C] লীগ অব নেশনস
ফুড এসআই মক টেস্টের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন 👇