এক নজরে
WBPSC Food SI Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Team Exam Bangla ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Bangla -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Food SI Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Bangla আয়োজিত WBPSC Food SI Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।
WBPSC Food SI Practice Set
Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।
Food SI Practice Set 42
1. বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন__________________।
[A] আহমদ শাহ
[B] আলাউদ্দিন মুজাহিদ শাহ
[C] তাজউদ্দীন ফিরোজ শাহ
[D] আলাউদ্দিন বাহমন শাহ
উত্তরঃ [D] আলাউদ্দিন বাহমন শাহ
2. বাংলার আদিনা মসজিদ নির্মাণ কে করেন?
[A] সিকান্দার শাহ
[B] ইলিয়াস শাহ
[C] হামজা শাহ
[D] আজম শাহ
উত্তরঃ [A] সিকান্দার শাহ
3. সুলতানি যুগে কোন কবি গুনরাজ খাঁ উপাধি পেয়েছিলেন?
[A] গোবিন্দ দাস
[B] জ্ঞানদাস
[C] চন্ডীদাস
[D] মালাধর বসু
উত্তরঃ [D] মালাধর বসু
4. মোহাম্মদ বিন কাশিম কবে সিন্ধু জয় করেন?
[A] 715 খ্রিষ্টাব্দ
[B] 712 খ্রিষ্টাব্দ
[C] 721 খ্রিষ্টাব্দ
[D] 718 খ্রিষ্টাব্দ
উত্তরঃ [B] 712 খ্রিষ্টাব্দ
আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট
5. ভারতের ধান উৎপাদনের মোট কত শতাংশ পশ্চিমবঙ্গে হয়?
[A] ১৫ %
[B] ১০%
[C] ২৫%
[D] 20 %
উত্তরঃ [C] ২৫%
6. বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য
[A] বর্ষার শেষে
[B] বর্ষার প্রথম
[C] গ্রীষ্মকালে
[D] শীতকালে
উত্তরঃ [C] গ্রীষ্মকালে
7. পিতল কোন মুক্ত ধাতুদ্বয়ের সঙ্কর
[A] তামা ও টিন
[B] লোহা ও তামা
[C] তামা ও দস্তা
[D] তামা ও অ্যালুমিনিয়াম
উত্তরঃ [C] তামা ও দস্তা
ফুড এসআই মক টেস্টের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন 👇
8. পানীয় জলের মধ্যে কার উপস্থিতি কাম্য?
[A] Ca
[B] K
[C] Fe
[D] As
উত্তরঃ [B] K
9. ভারতের রেল বাজেট
[A] রাজ্য সাধারণ বাজেটের একটি অংশ
[B] কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ
[C] কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা
[D] উপরের কোনোটিই নয়
উত্তরঃ [B] কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ
10. ভারতবর্ষে টাকাকড়ি সংক্রান্ত নীতি কে নির্ধারণ করে?
[A] ভারতীয় রিজার্ভ ব্যাংক
[B] ভারত সরকার
[C] ভারতীয় স্টেট ব্যাংক
[D] উপরের কোনোটিই নয়
উত্তরঃ [A] ভারতীয় রিজার্ভ ব্যাংক