এক নজরে
WBPSC Food SI Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Team Exam Bangla ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Bangla -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Food SI Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Bangla আয়োজিত WBPSC Food SI Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।
WBPSC Food SI Practice Set
Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।
Food SI Practice Set 43
1. জওহরব্রত পালন করত কোন অঞ্চলের মহিলা সম্প্রদায়?
[A] গুজরাট
[B] মালব
[C] বাংলা
[D] রাজপুতানা
উত্তরঃ [D] রাজপুতানা
2. ইবনবতুতা কার আমলে ভারতে এসেছিলেন?
[A] আলাউদ্দিন খিলজী
[B] আকবর
[C] মোহাম্মদ বিন তুঘলক
[D] ইলতুৎমিস
উত্তরঃ [C] মোহাম্মদ বিন তুঘলক
3. কিতাব-উল-রেহালা লেখা কার?
[A] আল-বেরুনী
[B] ইবন বতুতা
[C] আবুল ফজল
[D] হাসান নিজামী
উত্তরঃ [B] ইবন বতুতা
4. চেঙ্গিস খান কার সময়ে ভারত আক্রমণ করেন?
[A] আলাউদ্দিন খিলজি
[B] ইলতুৎমিস
[C] মোহাম্মদ বিন তুঘলক
[D] গিয়াসউদ্দিন বলবন
উত্তরঃ [B] ইলতুৎমিস
আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট
5. পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নতমানের কয়লা কোনটি?
[A] Anthracite
[B] লিগনাইট
[C] বিটুমিনাস
[D] উপরের কোনোটিই নয়
উত্তরঃ [C] বিটুমিনাস
6. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা___________________।
[A] উত্তর এবং উত্তরপূর্ব
[B] উত্তরে
[C] উত্তর, উত্তরপশ্চিম ও দক্ষিণপূর্বে
[D] উত্তর-পশ্চিম এবং দক্ষিণপূর্বে
উত্তরঃ [C] উত্তর, উত্তরপশ্চিম ও দক্ষিণপূর্বে
7. ঋণ মুক্ত _______________ যৌগটি থার্মোপ্লাস্টিক।
[A] নাইলন 6-6
[B] রাবার
[C] বেকেলাইট
[D] PVC
উত্তরঃ [A] নাইলন 6-6
ফুড এসআই মক টেস্টের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন 👇
8. আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায়ের যুগান্তকারী কাজ কোনটি?
[A] HgO
[B] HgC12
[C] H2O4
[D] Hg2C12
উত্তরঃ [B] HgC12
9. আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল কে রক্ষা করে?
[A] স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
[B] রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
[C] এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া
[D] অর্থমন্ত্রক, ভারত সরকার
উত্তরঃ [B] রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
10. ব্যাংক রেট _______________________ সুদের হারকে বোঝায়।
[A] যে হারে রিজার্ভ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ধার দেয়
[B] যে হারে ব্যাংকগুলি আমানতকারীদের টাকা ধার দেয়
[C] যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলি শিল্প ঋণ দান করে এমন প্রতিষ্ঠানদের ধার দেয়
[D] উপরের কোনোটিই সঠিক নয়
উত্তরঃ [A] যে হারে রিজার্ভ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ধার দেয়