Food SI Preparation

WBPSC Food SI Practice Set 45 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WBPSC Food SI Practice Set, ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

Advertisement

WBPSC Food SI Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Team Exam Bangla ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Bangla -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Food SI Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Bangla আয়োজিত WBPSC Food SI Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Food SI Practice Set

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

Food SI Practice Set 45

1. নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?

[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] কোনোটিই নয়

উত্তরঃ [B] দ্বিতীয়

2. ভারতের চলমান অর্থনীতির প্রকৃতি কেমন ধরণের?

[A] মিশ্র অর্থনীতি
[B] মুক্ত অর্থনীতি
[C] গান্ধীবাদী অর্থনীতি
[D] সমাজতান্ত্রিক অর্থনীতি

উত্তরঃ [A] মিশ্র অর্থনীতি

3. SI পদ্ধতিতে বলের পরম একক কোনটি?

[A] ডাইন
[B] নিউটন
[C] ওয়াট
[D] আর্গ

উত্তরঃ [B] নিউটন

4. এনজাইম হচ্ছে —

[A] কার্বোহাইড্রেটধর্মী
[B] প্রোটিনধর্মী
[C] লিপিডধর্মী
[D] ষ্টেরয়েডধর্মী

উত্তরঃ [B] প্রোটিনধর্মী

আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WBPSC Food SI Practice Set

5. থেয়াম কোন রাজ্যের অন্যতম জনপ্রিয় লোকনৃত্য?

[A] কেরালা
[B] মিজোরাম
[C] আসাম
[D] সিকিম

উত্তরঃ [A] কেরালা

6. হান্টার কমিশন কে গঠন করেছিলেন?

[A] লর্ড ওয়েলিংট
[B] লর্ড কার্জন
[C] লর্ড অকল্যান্ড
[D] লর্ড রিপন

উত্তরঃ [D] লর্ড রিপন

7. পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোন অর্থবিল পেশ করা যায় না?

[A] লোকসভায় অধ্যক্ষ
[B] প্রধানমন্ত্রী
[C] রাষ্ট্রপতি
[D] অর্থমন্ত্রী

উত্তরঃ [C] রাষ্ট্রপতি

ফুড এসআই মক টেস্টের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন 👇

WBPSC Food SI Practice Set

8. কোন ধরনের বিকিরণ নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না?

[A] বিটা
[B] গামা
[C] এক্স রশ্মি
[D] আলফা

উত্তরঃ [C] এক্স রশ্মি

9. মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন?

[A] বাল গঙ্গাধর তিলক
[B] লালা হরদয়াল
[C] অ্যানি বেসান্ত
[D] লালা লাজপত রায়

উত্তরঃ [A] বাল গঙ্গাধর তিলক

10. বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোন শহরে?

[A] জেকোবাবাদ
[B] আবুধাবি
[C] ইসলামাবাদ
[D] নিউ দিল্লি

উত্তরঃ [A] জেকোবাবাদ

WBPSC Food SI Practice Set

Related Articles