এক নজরে
WBPSC Food SI Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Team Exam Bangla ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Bangla -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Food SI Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Bangla আয়োজিত WBPSC Food SI Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।
WBPSC Food SI Practice Set
Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।
Food SI Practice Set 48
1. নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে?
[A] প্রতাপগড়
[B] কালাটা
[C] কোয়েটা
[D] মেহেরগড়
উত্তরঃ [D] মেহেরগড়
2. ভারতের সর্ববৃহৎ তামাক উৎপাদনকারী রাজ্য হল—
[A] বিহার
[B] তামিলনাড়ু
[C] উত্তরপ্রদেশ
[D] অন্ধ্রপ্রদেশ
উত্তরঃ [D] অন্ধ্রপ্রদেশ
3. অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
[A] গিরিশচন্দ্র ঘোষ
[B] রবার্ট নাইট
[C] শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়
[D] শিশির কুমার ঘোষ
উত্তরঃ [D] শিশির কুমার ঘোষ
4. ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন?
[A] মাদ্রাজ
[B] সুরাট
[C] সুতানুটি
[D] বোম্বে
উত্তরঃ [B] সুরাট
আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট
5. গাছপালা কোথা থেকে পুষ্টি সংগ্রহ করে?
[A] বায়ুমণ্ডল
[B] আলো
[C] মাটি
[D] ক্লোরোফিল
উত্তরঃ [C] মাটি
6. শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়?
[A] গ্যাসে
[B] কঠিন পদার্থে
[C] তরলে
[D] শূন্যস্থানে
উত্তরঃ [B] কঠিন পদার্থে
7. ভারতীয় জাতীয় উৎপাদনে পরিষেবা ক্ষেত্রের অবদান হল—
[A] ৪২ শতাংশ
[B] ৫০ শতাংশ
[C] ৬২ শতাংশ
[D] ২৩ শতাংশ
উত্তরঃ [C] ৬২ শতাংশ
ফুড এসআই মক টেস্টের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন 👇
8. পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির ‘আচার্য’ হলেন—
[A] রাজ্যের রাজ্যপাল
[B] রাজ্যের শিক্ষামন্ত্রী
[C] রাজ্যের মুখ্যমন্ত্রী
[D] কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
উত্তরঃ [A] রাজ্যের রাজ্যপাল
9. নির্বাচন কমিশন কার অধীনে?
[A] সুপ্রিম কোর্ট
[B] রাষ্ট্রপতি
[C] সংসদ
[D] কোনোটিই নয়
উত্তরঃ [D] কোনোটিই নয়
10. কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানের সব থেকে বেশি পরিবর্তন হয়েছে?
[A] ৪২ তম সংশোধনী আইন
[B] ৭২ তম সংশোধনী আইন
[C] ৪৪ তম সংশোধনী আইন
[D] ৯৩ তম সংশোধনী আইন
উত্তরঃ [A] ৪২ তম সংশোধনী আইন
✅ এক মাসেই সিলেবাস কভার করুন। আজই আমাদের বইটি সংগ্রহ করুন।