এক নজরে
WBPSC Food SI Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Team Exam Bangla ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Bangla -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Food SI Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Bangla আয়োজিত WBPSC Food SI Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।
WBPSC Food SI Practice Set
Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।
Food SI Practice Set 50
1. বৈষ্ণব ধর্মের প্রথম প্রচারক কে ছিলেন?
[A] কবীর
[B] রামানন্দ
[C] নানক
[D] নামদেব
উত্তরঃ [B] রামানন্দ
2. টিপু সুলতানের রাজধানী ছিল—
[A] হাম্পি
[B] মাইসোর
[C] বেলুর
[D] শ্রীরঙ্গপত্তনাম
উত্তরঃ [D] শ্রীরঙ্গপত্তনাম
3. ভারতের কোথায় সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায়?
[A] মাকরানা
[B] ভরতপুর
[C] জয়সলমীর
[D] যোধপুর
উত্তরঃ [A] মাকরানা
4. নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?
[A] প্রথম সূত্র
[B] দ্বিতীয় সূত্র
[C] তৃতীয় সূত্র
[D] কোনোটিই নয়
উত্তরঃ [B] দ্বিতীয় সূত্র
আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট
5. ভারতের চলমান অর্থনীতির প্রকৃতি কেমন?
[A] সমাজতান্ত্রিক অর্থনীতি
[B] মিশ্র অর্থনীতি
[C] মুক্ত অর্থনীতি
[D] গান্ধীবাদী অর্থনীতি
উত্তরঃ [B] মিশ্র অর্থনীতি
6. SI পদ্ধতিতে বলের পরম একক কোনটি?
[A] নিউটন
[B] আর্গ
[C] ডাইন
[D] ওয়াট
উত্তরঃ [A] নিউটন
7. থেয়াম কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য?
[A] আসাম
[B] কেরালা
[C] সিকিম
[D] মিজোরাম
উত্তরঃ [B] কেরালা
ফুড এসআই মক টেস্টের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন 👇
8. ভারতের 48 তম প্রধান বিচারপতির নাম কি?
[A] এ এম খানউইলকার
[B] ইউ ইউ ললিত
[C] এন ভি রমন
[D] কোনটিই নয়
উত্তরঃ [C] এন ভি রমন
9. লেন্সের ক্ষমতা মাপা হয় কোন এককে?
[A] অ্যাপলিটিউড
[B] ডায়াপটার
[C] অপটিক্স
[D] ডপলার
উত্তরঃ [B] ডায়াপটার
10. মুদ্রাস্ফীতির সময় করের হার—
[A] বাড়ানো কমানো করা উচিত
[B] হ্রাস করা উচিত
[C] একই রাখা উচিত
[D] বৃদ্ধি করা উচিত
উত্তরঃ [D] বৃদ্ধি করা উচিত