এক নজরে
পশ্চিমবঙ্গের Food SI পরীক্ষাটি একটি সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) Food SI পরীক্ষাটি পরিচালনা করে। সম্প্রতি WBPSC অফিসিয়াল ওয়েবসাইটে Food SI নিয়োগ সম্পর্কিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খুব সম্ভবত Food SI পদে বিপুল নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। ইচ্ছুক প্রার্থীদের মধ্যে অনেকেই WBPSC Food SI পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে সে বিষয়ে চিন্তিত। এই প্রতিবেদনটিতে WBPSC Food SI প্রস্তুতি শুরুর পূর্বে কোন কাজগুলি করণীয় ও প্রস্তুতি কিভাবে নিলে আপনি খুব ভালো নম্বরের সঙ্গে পাশ করতে পারবেন সে বিষয়ে আলোচনা করা হয়েছে।
WBPSC Food SI Preparation 2023
WBPSC কর্তৃক Food SI এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সিলেকশন প্রক্রিয়াটি সম্পন্ন হয় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। 100 টি MCQ প্রশ্ন সহযোগে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার নম্বর ও ইন্টারভিউ এর মাধ্যমে ফাইনাল নির্বাচন করা হয়।
WBPSC Food SI Syllabus 2023
পরীক্ষায় প্রস্তুতি শুরু করার পূর্বে পরীক্ষার্থীদের উচিত WBPSC Food SI সিলেবাস সম্পর্কে সঠিক ধারণা রাখা। WBPSC Food SI সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে সাধারণ জ্ঞান এবং গনিত। সাধারণ জ্ঞানের মধ্যে রয়েছে ভারতের ইতিহাস, ভূগোল, ভারতের অর্থনীতি, ভারতের রাজনীতি ও শাসনব্যবস্থা, খেলাধুলা, পরিবেশ ও বাস্তুতন্ত্র, কারেন্ট অ্যাফেয়ার্স। গনিতের মধ্যে রয়েছে লসাগু ও গসাগু, গড়, মিশ্রন, লাভ ও ক্ষতি, সময় ও কার্য, সময় ও দূরত্ব, অংশীদারী কারবার, ঘড়ি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, শতকরা, অনুপাত সমানুপাত ইত্যাদি।
আরও পড়ুনঃ WBPSC Food SI Recruitment 2023
WBPSC Food SI Exam Pattern
WBPSC Food SI পরীক্ষাটি 100 নম্বরের হবে, যেখানে 100 টি MCQ প্রশ্ন থাকবে। 100 টি প্রশ্নের মধ্যে 50 টি প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান থেকে ও বাকি 50 টি প্রশ্ন থাকবে গনিত থেকে। প্রতিটি প্রশ্ন 1 নম্বরের হবে এবং 3 টি ভুল উত্তরের জন্য অতিরিক্ত 1 নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়সীমা 90 মিনিট।
Papers | Subject | Type | Total Marks | Duration (In minutes) |
Written Exam | General Studies | Objective | 50 | 90 |
Arithmetic | Objective | 50 | ||
Personality Test | 20 |
WBPSC Food SI Previous Year Questions
ইচ্ছুক পরীক্ষার্থীদের উচিত প্রস্তুতি শুরুর পূর্বে বিগত বছরের প্রশ্নোত্তর গুলি ভালো করে পর্যবেক্ষণ করা। কোন কোন বিষয়ের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হয় সে সম্পর্কে ধারণা তৈরি করা আবশ্যিক।
WBPSC Food SI Previous Year Question Paper: DOWNLOAD
WBPSC Food SI Mock Test
বিগত বছরের প্রশ্নগুলো দেখার সঙ্গে সঙ্গে মক টেস্ট দেওয়া অত্যন্ত জরুরী। ইচ্ছুক পরীক্ষার্থীদের উচিত প্রস্তুতির সঙ্গে প্রতিনিয়ত মক টেস্ট দেওয়া। মক টেস্টগুলির মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের প্রস্তুতির সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারবেন ও নিজেদের প্রস্তুতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আগত WBPSC Food SI পরীক্ষা কে লক্ষ্য করে Exam Bangla -র তরফ থেকে Mock Test -এর আয়োজন করা হয়েছে। Mock Test গুলিতে বিগত বছরের এক্সাম প্যাটার্নকে অনুসরণ করা হয়েছে। উচ্চাকাঙ্ক্ষী পরীক্ষার্থীরা নীচের WhatsApp গ্রুপে যুক্ত হয়ে Mock Test দিতে পারবেন।
Food SI Free Mock Test Join: Click Here
Official Notification: DOWNLOAD
WBPSC Food SI 2023 সম্পর্কিত যে কোনো আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন👇👇👇