অন্যান্য খবর

Food SI Recruitment: ফুড সাব ইন্সপেক্টর পদের ৪৮০ আসনে ১৩ লক্ষ আবেদন! চাকরি নিয়ে নয়া সংশয়ে প্রার্থীরা

ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের মোট শূন্যপদ। আবেদন জমা পড়ল ১৩ লক্ষের বেশি। কিভাবে আয়োজিত হবে পরীক্ষা, চিন্তায় চাকরিপ্রার্থীরা।

Advertisement

চলতি বছরের মাঝামাঝি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার জানায়, বেশ কিছু শূন্যপদে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের তোড়জোড় শুরু হচ্ছে। পঞ্চায়েত ভোটের পরিস্থিতি কাটিয়ে ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। জানানো হয় আবেদন জানানোর সময়সীমা। পাশাপাশি শূন্যপদের সংখ্যা প্রকাশ্যে আনে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, সর্বমোট ৪৮০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের। অগাস্ট মাসে আবেদন শুরু হতে দেখা যায় শয়ে শয়ে জমা পড়ছে চাকরিপ্রার্থীদের অ্যাপ্লিকেশন। সেপ্টেম্বরে সেই সংখ্যা পৌছলো প্রায় সাড়ে ১৩ লক্ষের কাছে।

২৩ অগাস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের আবেদন গ্রহণ। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট পেরোতে দেখা যায় আবেদনের সংখ্যা পৌছেছে ১৩ লক্ষ ২২ হাজার। রাজ্য সরকার ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন যোগ্যতা রেখেছে মাধ্যমিক পাশ। ফলে আবেদনকারী প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই যথেষ্ট বেশি। তাছাড়া, ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন জমা করেছেন বহু উচ্চশিক্ষিত প্রার্থীরাও। এক ছাদের তলায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন তাঁরা। ৪৮০ শূন্যপদে সংশ্লিষ্ট সাড়ে তেরো লক্ষ প্রার্থীর প্রতিযোগিতা কার্যতই কঠিন। চাকরি পাওয়া যে রীতিমতো চ্যালেঞ্জ হবে তা এখন থেকেই আশঙ্কা করছেন চাকরি প্রার্থীরা।

ফুড সাব ইন্সপেক্টার পরীক্ষার ফ্রী মক টেস্ট দিতে আমাদের WhatsApp চ্যানেলে যুক্ত হন 👇🏿👇🏿

ফুড সাব ইন্সপেক্টর

আরও পড়ুনঃ কবে আয়োজিত হবে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা?

স্বল্প শূন্যপদের জন্য এত বিপুল সংখ্যক প্রার্থীর আবেদন জমার হিসেব দেখে রাজ্যের ক্রমবর্ধমান বেকার সমস্যার দিকেই আঙুল তুলেছেন বিশেষজ্ঞ মহল। পরিস্থিতির প্রতিকার কবে হবে, তা নিয়ে চিন্তার ভাঁজ রাজ্যে। অন্যদিকে, রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা কবে হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মনে। সূত্রের খবর, চলতি বছরে নয় বরং পরের বছর এই পরীক্ষার আয়োজন করতে পারে পিএসসি।

ফুড সাব ইন্সপেক্টর

Related Articles