পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা আয়োজন করা হয়েছিল গত ১৬ এবং ১৭ মার্চ তারিখে। আনুমানিক ১৩ লক্ষ পরীক্ষার্থী এই নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পরপর দু’দিন ৬ টি আলাদা শিফটে এই পরীক্ষা আয়োজন করা হয়েছিল। পরীক্ষায় বিভিন্ন প্রকার বিভ্রান্তি এড়ানোর জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছিল পাবলিক সার্ভিস কমিশন। যেহেতু একের বেশি শিফটে পরীক্ষা আয়োজন করা হয়েছিল তাই প্রশ্নপত্র বাড়ি নিয়ে আশায় ছিল বিশেষ নিষেধাজ্ঞা। কমিশনের বিশেষ নির্দেশিকার পরেও ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষা নিয়ে নতুন অভিযোগ সামনে এল।
একাংশের পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা চলাকালীন পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। শুধু প্রশ্নপত্র নয়, একই সাথে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সংশ্লিষ্ট প্রশ্নের ‘অ্যানসার কি’। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ভাইরাল হওয়া প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেক পরীক্ষার্থী সরাসরি পরীক্ষা বাতিলের দাবি তুলেছেন। তাঁদের দাবি অনুযায়ী অবিলম্বে পরীক্ষা বাতিল করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে স্বচ্ছ ভাবে পরীক্ষা আয়োজন করা হোক।
আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত নিয়োগের রেজিস্ট্রেশন শুরু হল
বিষয়টি নিয়ে এখনো কোনো বিবৃতি প্রকাশ করেনি পাবলিক সার্ভিস কমিশন। এর ফলে ক্ষোভ বাড়ছে পরীক্ষার্থীদের মধ্যে। ইতিমধ্যেই আগামী মঙ্গলবার এবং বুধবার রাজ্য পাবলিক সার্ভিস কমিশন দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে পরীক্ষার্থীদের একাংশ। তাঁদের নির্দিষ্ট দাবিগুলিকে সামনে রেখে পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা। পরীক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী প্রশ্নপত্র ভাইরাল হওয়ার ঘটনা যদি সত্যি হয় তাহলে পরীক্ষার্থীদের দাবি অনুযায়ী সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল করে স্বচ্ছ ভাবে নতুন পরীক্ষা আয়োজনের দাবি যথেষ্ট প্রাসঙ্গিক বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।