অন্যান্য খবর

Food SI Recruitment: কবে আয়োজিত হতে চলেছে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা? প্রকাশ্যে এল সম্ভাব্য তারিখ

আসন্ন ফুড সাব ইন্সপেক্টার নিয়োগ পরীক্ষায় প্রায় ১৩ লক্ষের ওপর আবেদন জমা পড়ল। কবে আয়োজিত হবে পরীক্ষা? বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরে ফুড সাব ইন্সপেক্টর (Food SI) পদের জন্য নিয়োগ শুরু করেছে রাজ্য সরকার। মোট ৪৮০ টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে প্রার্থী দের। মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন প্রার্থীরা। চলতি বছরের ফুড এস আই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিশেষ আশাবাদী চাকরিপ্রার্থীরা। আবেদন জমা দিয়ে আপাতত পরীক্ষার দিনক্ষণ জানার জন্য অপেক্ষায় রয়েছেন তাঁরা। ইতিমধ্যে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা কবে হতে পারে সে বিষয়ে আভাস মিলল রাজ্য সরকার সূত্রে।

ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা

চলতি বছরের ২৩ অগাস্ট ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের অ্যাপ্লিকেশন শুরু হয়। গত ২০ সেপ্টেম্বর শেষ হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। চলতি বছরের ফুড এস আই নিয়োগে আবেদন জমা পড়েছে প্রায় ১৩ লক্ষ ৩৫ হাজার প্রার্থীর। ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা কবে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা চলছে রাজ্যের অন্দরে। এর মধ্যে সূত্রের খবর, চলতি বছরে ফুড এস আই নিয়োগ পরীক্ষাটি হচ্ছে না। পরের বছরের শুরুতে খুব সম্ভবত জানুয়ারি মাসে এই পরীক্ষা আয়োজিত হতে পারে। এর কারণ হিসেবে বলা যায়, অক্টোবর থেকে উৎসবের মরশুম কাটিয়ে নভেম্বর-ডিসেম্বরে বেশ কিছু বড় পরীক্ষার আয়োজন করবে রাজ্য সরকার। যেমন, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা (WBCS)-এর প্রিলিমিনারি পরীক্ষাটি হবে আগামী ৫ নভেম্বর। আবার ১০ ডিসেম্বর আয়োজিত হবে প্রাইমারি টেট পরীক্ষা। এরইমধ্যে রয়েছে একাধিক উৎসব ও সে কারণে ছুটি।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ৮৫ হাজার শূন্যপদে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার

নভেম্বরের ১২ তারিখ কালীপুজো ও দীপাবলি। ১৯ তারিখ ছট পুজো। আর ২৬ তারিখ রাসযাত্রা। ফলে এই সময় পরীক্ষা নেওয়া কার্যত সম্ভব নয়। পরের মাসে প্রাইমারি টেট পরীক্ষা থাকায় আগাম প্রস্তুতি রয়েছে। রাজ্যের বিপুল সংখ্যক পরীক্ষার্থী অংশ নেবে প্রাইমারি টেট পরীক্ষাতেও। ফলে পরীক্ষার পর এক, দুই সপ্তাহ টেট সংক্রান্ত কাজের জন্য রাখতে চাইছে সরকার। এরইমধ্যে ২৫ ডিসেম্বর চলে আসায় বর্ষ শেষ অবধি কোনোও পরীক্ষা নেওয়া সম্ভব নয়। ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় লাখ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। ফলে তার জন্যও রয়েছে বেশ কিছু প্রস্তুতি। সব মিলিয়ে জানুয়ারি মাসেই ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা হতে পারে বলে আপাতত ধারণা করা যাচ্ছে। পরীক্ষার দিন চূড়ান্ত হলে প্রার্থীদের জানিয়ে দেবে কমিশন। তাই পরবর্তী আপডেট পেতে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা

Related Articles