চাকরির খবর

WBPSC Judicial Service Exam 2023 | পিএসসি এর মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসে নিয়োগ

Advertisement

রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের তরফে Judicial Service Examination -এর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

WBPSC Judicial Service Exam 2023

Employment No- 19/2022
পদের নাম- Civil Judge (Jr. Divn.)
মোট শূন্যপদ- ২৯ টি। (Clear- 12 & Anticipated- 17)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Law Degree করা থাকতে হবে। এবং যেকোনো বার কাউন্সিলের রোলে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হতে হবে।

বয়স- জন্ম তারিখ ৩১/১২/১৯৮৭ থেকে ৩০/১২/১৯৯৯ অনুযায়ী প্রার্থীর বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ৩০ ডিসেম্বর ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ২৭,৭০০/- টাকা।

আবেদন শুরু- ১০ জানুয়ারি, ২০২৩
আবেদন শেষ- ৩১ জানুয়ারি, ২০২৩

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ১০ টি চাকরির খবর 

WBPSC Judicial service exam 2023

WBPSC Judicial Service Application Process

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে “Appendix-I” আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে www.wbpsc.gov.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার, আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ২১০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে ৪০% উপরের আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card ও ব্যাংক চালানের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ৩১ জানুয়ারি, ২০২৩

আরও পড়ুনঃ চাকরি পরীক্ষার প্রস্তুতি নিন বিনামূল্যে

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের Preliminary Exam, Final Exam ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Click Here

Related Articles