চাকরির পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন প্রত্যেক চাকরিপ্রার্থী। সাম্প্রতিক সময়ে সারা দেশ জুড়ে যে চাকরির খরা চলছে তা এককথায় অনস্বীকার্য। এমতবস্থায় বড় সরকারি দপ্তর অথবা প্রতিষ্ঠানগুলি চাকরিপ্রার্থীদের অন্যতম ভরসা। সেই ভরসার জায়গাও যেন এবার মিয়মান। এরকমই এক গুরুত্তপূর্ণ পরীক্ষা পিছিয়ে পড়ায় এবার অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়লেন চাকরিপ্রার্থীরা।
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) -এর পূর্ব ঘোষণা অনুযায়ী Junior Engineers (Civil/Mechanical/Electrical) Recruitment Examination, 2022 পরীক্ষাটি আয়োজিত হওয়ার কথা ছিল আগামী ১৪ই মে, ২০২৩ তারিখে। সেইমত প্রস্তুতি গ্রহণ করছিলেন কয়েক হাজার চাকরিপ্রার্থী। এদিন মঙ্গলবার সেই সকল চাকরিপ্রার্থীদের নিরাশ করে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।
আরও পড়ুনঃ WBPSC Interview Date: কবে, কোথায় আপনার ইন্টারভিউ
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) – এর পক্ষ থেকে সম্প্রতি একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সদ্য প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে WBPSC জানাচ্ছে, Junior Engineers (Civil/Mechanical/Electrical) Recruitment Examination, 2022 পরীক্ষা পরবর্তী আপডেট না আসা পর্যন্ত অনির্দিষ্ট কারণের জন্য পিছিয়ে পিছিয়ে দেওয়া হল। এই খবর পাওয়ার পর কার্যত মাথায় হাত চাকরিপ্রার্থীদের। এই খবর প্রকাশিত হওয়ার পরেই নতুন করে বিতর্ক শুরু হল সংশ্লিষ্ট মহলে। এ বিষয়ে পরবর্তী আপডেট পাওয়ার জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.wbpsc.gov.in) নজর রাখার কথা বলা হয়েছে চাকরিপ্রার্থীদের।
Official Notification: Download Now