অন্যান্য খবর

WBPSC Miscellaneous Exam | মিসলেনিয়াস পরীক্ষা আসলে কী, কারা করতে পারবেন আবেদন? বিস্তারিত জানুন

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস ২০২৩ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। মিসলেনিয়াস সংক্রান্ত বিস্তারিত তথ্য পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। ফের একগুচ্ছ শূন্যপদে চাকরি দিতে চলেছে রাজ্য সরকার। এদিন রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে মিসলেনিয়াস সার্ভিসের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে, আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে মিসলেনিয়াস নিয়োগ পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া। ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট মারফত।

WBPSC Miscellaneous পরীক্ষা আসলে কী?

মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা হল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত রাজ্য স্তরের একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে যে সমস্ত পরীক্ষাগুলি হয় তার মধ্যে মিসলেনিয়াস একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদমর্যাদার অফিসার নিয়োগ করা হয়।

WBPSC Miscellaneous পরীক্ষায় আবেদন করতে কি যোগ্যতা লাগে?

মিসলেনিয়াস পরীক্ষায় বসার জন্য বিরাট কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ে না। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে পূর্ণ সময়ের কোর্সে গ্র্যাজুয়েশন পাশ অর্থাৎ স্নাতক উত্তীর্ণ হলেই এই পরীক্ষাটি দেওয়া যায়।

আরও পড়ুনঃ কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পরীক্ষার রেজাল্ট

WBPSC Miscellaneous পরীক্ষার বসার জন্য বয়স কত লাগে?

সাধারণত মিসলেনিয়াস পরীক্ষা দেওয়ার জন্য চাকরিপ্রার্থীদের বয়স নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৩৯ বছরের মধ্যে হতে হয়। তবে আপনি যদি সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রাথী হয়ে থাকেন সেক্ষেত্রে সরকারী নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় দেওয়া হয়।

WBPSC Miscellaneous

WBPSC Miscellaneous পরীক্ষার মাধ্যমে কোন কোন পদে চাকরি পাওয়া যায়?

১.অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার ২.ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার ৩.ব্লক ইয়ুথ অফিসার, মিউনিসিপ্যাল ইয়ুথ অফিসার, ব্যুরো ইয়ুথ অফিসার ৪.ব্লক ওয়েলফেয়ার অফিসার, ওয়েলফেয়ার অফিসার ৫.ইনস্পেক্টর, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ৫.অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার ৬.অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার ৭.কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস ৮.ইনস্পেক্টর অব এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ৯.কাস্টমার ওয়েলফেয়ার অফিসার ১০.সেভিং ডেভেলপমেন্ট অফিসার ১১.পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবর্ডিনেট লেবার সার্ভিস ১২.অডিটর অব কো-অপারেটিভ সোসাইটি ১৩.অ্যাসিস্ট্যান্ট অডিটর, বোর্ড অব রেভিনিউ ১৪.এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন ১৫.লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন ১৬.অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস ১৭.ইনভেস্টিগেশন ইনস্পেক্টর ১৮.রেভিনিউ ইনস্পেক্টর ইত্যাদি পদমর্যাদার চাকরি পাওয়া যায় মিসলেনিয়াস পরীক্ষার মাধ্যমে।

WBPSC Miscellaneous চাকরির বেতন কত?

পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব পে কমিশন অনুযায়ী এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন ৭,১০০/- টাকা থেকে ৩৭,৬০০/- টাকা পর্যন্ত। এছাড়াও সেই সঙ্গে বিভিন্ন সরকারী ভাতা প্রদান করা হয়ে থাকে।

আরও পড়ুনঃ পঞ্চায়েত দপ্তরের ৭ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ

WBPSC Miscellaneous পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া কী?

প্রিলিমিনারি পরীক্ষা ⟶ মেন পরীক্ষা ⟶ পার্সোনালিটি টেস্ট

মোট তিনটি পর্যায়ে এই নিয়োগ পরীক্ষা নেওয়া হয়ে থাকে। সবার প্রথম পর্যায়ে হয় প্রিলিমিনারি পরীক্ষা, যে সকল পরীক্ষার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন দ্বিতীয় পর্যায়ে তাদের মেন্ পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়। তৃতীয় পর্যায়ে মেন্ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর জন্য ডাকা হয়।

Short Notification: Download Now

WBPSC Miscellaneous

Related Articles