পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। ফের একগুচ্ছ শূন্যপদে চাকরি দিতে চলেছে রাজ্য সরকার। এদিন রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে মিসলেনিয়াস সার্ভিসের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে, আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে মিসলেনিয়াস নিয়োগ পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া। ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট মারফত।
পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ বিভিন্ন অফিসার পদের নিয়োগ পরিচালিত হয় মিসলেনিয়াস নিয়োগ পরীক্ষার মাধ্যমে। আজ প্রকাশ পেল সেই নিয়োগ পরীক্ষার অফিসিয়াল নোটিশ। বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন নিয়োগ শুরুর আভাস দিল রাজ্য সরকার। তবে শূন্যপদ, সিলেবাস ও পরীক্ষা সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তাছাড়া আবেদন শুরু ও শেষের তারিখও জানায় নি সরকার। তবে বলা হয়েছে, এই সকল বিষয়ে বিস্তারিত তথ্য অতি শীঘ্রই আপলোড করা হবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে।
আরও পড়ুনঃ কবে আয়োজিত হতে চলেছে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা?
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের যে সকল প্রার্থীরা আবেদন জানাতে আগ্রহী ও পরীক্ষায় বসতে ইচ্ছুক তাঁরা পিএসসির (WBPSC) অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করে নেবেন। যে সকল প্রার্থীরা ইতিমধ্যে এনরোল রয়েছেন তাঁদেরও রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। নাম নথিভুক্ত করতে (https://wbpsc.gov.in) ওয়েবসাইটে যেতে হবে প্রার্থীদের। পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য ও নতুন আপডেট পেতে অবশ্যই নজর রাখবেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে।