পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য একের পর এক সুখবর প্রকাশ করছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন! ইতিমধ্যেই পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মী নিয়োগের শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এমনকি বছরের অন্তিম দিনে আবারও রাজ্য সরকারের খাদ্য দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। যে সমস্ত চাকরি প্রার্থীরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিন।
পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি সংক্রান্ত বিভিন্ন দুর্নীতি এবং OBC সংরক্ষণ নিয়ে বিবাদের কারণে গোটা ২০২৪ সালে সেরকম কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। বহুদিন ধরে চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি জন্য অপেক্ষা করেছেন। তবে এবারে সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটাতে চলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। আর মাত্র একটি বছর পরে অর্থাৎ ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এর আগেই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের জন্য উদ্যোগী হয়েছে পাবলিক সার্ভিস কমিশন।
আরও পড়ুনঃ নতুন বছরের শুরুতে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন
প্রতিদিন চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন 👇👇
কমিশনের পক্ষ থেকে প্রকাশিত কর্মী নিয়োগের শর্ট নোটিফিকেশন অনুসারে জানা যাচ্ছে যে রাজ্য সরকারের খাদ্য দপ্তরে বেশ কিছু ভ্যাকেন্সি তৈরি হয়েছে। যেখানে ‘ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার’ পদে কর্মী নিয়োগ হতে চলেছে। তবে এই পদে মোট কতজনকে নিয়োগ করা হবে, সেই সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি। এছাড়াও চাকরিপ্রার্থীরা কোন শিক্ষাগত যোগ্যতায় এই পদে আবেদন জানাতে পারবেন, সেই বিষয়ে জানার জন্যও অপেক্ষা করতে হবে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য।
আরও পড়ুনঃ ২০২৫ সালের নতুন করে ক্লার্কশিপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো পিএসসি
তবে ২০২৪ সালে যে সমস্ত সরকারি নিয়োগ স্থগিত ছিল সেই সমস্ত চাকরির বিজ্ঞপ্তি একে একে প্রকাশিত হতে চলেছে ২০২৫ সালে। বর্তমানে বহু চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য দপ্তরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাই আপনি যদি এখনো পর্যন্ত এই পরীক্ষার প্রস্তুতি না নিয়ে থাকেন, তাহলে এখন থেকেই এই সমস্ত পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিন।