ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর তরফে বহু পরীক্ষার্থীর নাম বাতিল করা হয়েছে। যে সকল পরীক্ষার্থীরা বাতিল হয়েছেন তাঁদের তালিকা বিজ্ঞপ্তির সাথে প্রকাশ করেছে কমিশন। গত ২৭শে এপ্রিল বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের দি স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর অন্তর্গত জিও-ফিজিক্যাল অ্যাসিস্টেন্ট ইন দ্য ডিরেক্টরেট অফ স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন পদে বেশ কিছু পরীক্ষার্থীকে বাতিল বলে ঘোষণা করেছে পিএসসি। সংশ্লিষ্ট পদের জন্য যে যোগ্যতা প্রয়োজন, এই পরীক্ষার্থীদের তার চেয়ে কম যোগ্যতা থাকার কারণে তাঁদের বাতিল বলে গণ্য করা হয়েছে।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক নিয়োগ
এই সকল পরীক্ষার্থীদের মধ্যে রয়েছেন বিউটি ভুইন, বানীব্রত মজুমদার, সুষমা মন্ডল, রিজু সরকার, সায়নী মিত্র, দেবাশিস মন্ডল, ও দেবর্ষি দাস। পিএসসি জানিয়েছে, প্রার্থীদের যদি কমিশনের বিজ্ঞপ্তি নিয়ে কোনো অসংগতি থাকে তবে উপযুক্ত নথিপত্র (সাপোর্টিং ডকুমেন্টস) সহ বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডি তে যোগাযোগ করতে হবে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি প্রকাশের সাত দিনের মধ্যে যোগাযোগ করবেন প্রার্থীরা।