পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগে Veterinary Officer পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- 16/2022
পদের নাম- Veterinary Officer
মোট শূন্যপদ- ১৫৮ টি। (UR-76, SC-31, ST-8, OBC- 29, PWD- 14)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Veterinary Science, Animal Husbandry/ Veterinary Science -এ ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- ১ জানুয়ারী ২০২২ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল অনুযায়ী ৫৬,১০০/- টাকা থেকে ১,৪৪,৩০০/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যের DM অফিসে কর্মী নিয়োগ

[quads id=10]
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পরে ইউসার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন তথ্য দিয়ে এপ্লিকেশন সাবমিট করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ ২১০/- টাকা ধার্য করা হয়েছে। এবং এসসি/ এসটি/ পিডব্লিউডি প্রার্থীর ক্ষেত্রে অনুরূপ আবেদন ফি জমা করতে হবে না।
আবেদনের শেষ তারিখ- ২০ ফেব্রুয়ারি, ২০২৩
চাকরির খবরঃ UPSC Recruitment 2023
[quads id=10]
Official Notification: Download Now
Apply Now: Click Here







