WBSEDCL অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে জানা যাচ্ছে যে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। মোট কতগুলি পদে নিয়োগ করা হচ্ছে, শূন্য পদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি, ইত্যাদি জানতে প্রতিবেদন বিশেষ পর্যন্ত পড়ুন।
WBSEDCL Recruitment 2025
১) স্পেশাল অফিসার (S&LP)
শূন্যপদের সংখ্যা- ৭ টি।
যোগ্যতা- রিটার্য়াড অফিসার হতে হবে যার এসডিপিওতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
বয়সসীমা- ১/০১/২০২৫ অনুযায়ী ৬২ বছরের কম হতে হবে আবেদনকারী প্রার্থীর বয়স।
বেতনক্রম- Ex SDPO পদের জন্য বেতন ৫০ হাজার ও Ex inspector পদের জন্য বেতন ৪০ হাজার।
নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে কোনও আলাদা করে পরীক্ষা হবে না। ইন্টারভিউ হবে আর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক বছরের চুক্তিপত্র হবে। তবে চুক্তির মেয়াদ দীর্ঘ হতে পারে যদি প্রার্থীর কাজ ভালো হয়।
কাজের জায়গা- হুগলি রিজিয়ন, বীরভূম রিজিয়ন, পশ্চিম মেদিনীপুর রিজিয়ন , নদিয়া রিজিয়ন, মালদা রিজিয়ন , রঘুনাথগঞ্জ ডিভিশন ও চাঁচল ডিভিশন।
আরও পড়ুনঃ ১০৩৬ শূন্যপদে রেলওয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, রইলো বিস্তারিত আবেদন পদ্ধতি
২) সিকিউরিটি অফিসার
শূন্যপদের সংখ্যা- ২টি।
যোগ্যতা- রিটার্য়াড অফিসার হতে হবে যার অ্যাসিস্ট্যান্ট কমেন্ডেন্ট পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
বয়সসীমা- ১/০১/২০২৫ অনুযায়ী প্রার্থীর বয়স ৬২ বছরের কম হতে হবে।
বেতনক্রম- এই পদের জন্য মাসিক বেতন ৫০ হাজার।
নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রেও কোনও আলাদা করে পরীক্ষা হবে না। ইন্টারভিউ হবে আর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক বছরের চুক্তিপত্র হবে। তবে কাজ দেখে চুক্তি বাড়তে পারে।
কাজের জায়গা- বিদ্যুৎ ভবন , তিস্তা ক্যানেল ফল হাইডেল প্রজেক্ট।
৩) অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার
শূন্যপদের সংখ্যা- ১ টি।
যোগ্যতা- রিটার্য়াড অফিসার হতে হবে, যিনি পূর্বে সাব ইন্সপেক্টর পদে কাজ করেছেন।
বয়সসীমা- প্রার্থীর বয়স ১/০১/২০২৫ অনুযায়ী ৬২ বছরের কম হতে হবে।
বেতনক্রম- এই পদের জন্য বেতন ৩৩ হাজার।
নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে কোনও আলাদা করে পরীক্ষা হবে না। ইন্টারভিউ হবে আর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক বছরের চুক্তিপত্র হবে।
কাজের জায়গা- বিদ্যুৎ ভবন।
আরও পড়ুনঃ কলেজ পড়ুয়াদের ১ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ, আবেদন শুরু হয়ে গেছে
৪) সিকিউরিটি সুপারভাইজার
শূন্যপদের সংখ্যা- ১ টি।
যোগ্যতা- রিটার্য়াড সাব ইন্সপেক্টর।
বয়সসীমা- এই পদে আবেদনকারী প্রার্থীর বয়স ১/০১/২০২৫ অনুযায়ী ৬২ বছরের কম হতে হবে।
বেতনক্রম- এই পদের জন্য বেতন ২৯ হাজার।
নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে কোনও আলাদা করে পরীক্ষা হবে না, শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক বছরের চুক্তিপত্র হবে। তবে চুক্তির মেয়াদ বাড়তেও পারে।
কাজের জায়গা- শিলিগুড়ি জোনাল স্টোর
৫) স্পেশাল অফিসার (ভূমি)
শূন্যপদের সংখ্যা- ৪ টি।
যোগ্যতা- রিটার্য়াড অফিসার হতে হবে, যিনি পূর্বে ভূমি দপ্তরের অফিসে কাজ করেছেন অর্থাৎ DL and LRO/SDL and LRO ইত্যাদি।
বয়সসীমা- ১/০১/২০২৫ অনুযায়ী ৬২ বছরের কম হতে হবে।
বেতনক্রম- এই পদের জন্য বেতন ৪৮ হাজার।
নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে কোনও আলাদা করে পরীক্ষা হবে না। ইন্টারভিউ হবে আর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক বছরের চুক্তিপত্র হবে।
কাজের জায়গা- কলকাতা জোন, শিলিগুড়ি জোন, মেদিনীপুর জোন, শিলিগুড়ির হাইডেল এইচ কিউ।
আবেদনের তারিখ- এই সকল পদে আবেদন করবার সময় হল ৬/১/২০২৫ এর ১১টা থেকে ২৪/১/২০২৫ তারিখ ৫.৩০ অবধি।
ইন্টারভিউয়ের তারিখ- ২১.০১.২০২৫ মঙ্গলবার, সকাল ১০ টা।
ইন্টারভিউয়ের স্থান- সেমিনার হল-I, বিদ্যুৎ ভবন, ৭ফ্লোর, ব্লক -ডি , সেক্টর-II, বিধাননগর, কলকাতা- ৭০০০৯১
প্রয়োজনীয় বিষয় জানতে www.wbsedcl.in ওয়েবসাইটে গিয়ে দেখুন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.