চাকরির খবর

SSC Recruitment: পঞ্চায়েত নির্বাচনের আগেই আসতে পারে নিয়োগের বিজ্ঞপ্তি! পড়ুন বিস্তারিত

Advertisement

শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যে টালবাহানা অব্যাহত। নিয়োগ পেতে অপেক্ষারত অসংখ্য চাকরিপ্রার্থী। তবে এরইমধ্যে সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগেই নিয়োগ শুরু করতে পারে স্কুল সার্ভিস কমিশন। প্রায় ২৩২৫ টি শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগ হতে পারে এসএসসির তরফে।

এদিকে কিছুদিনের মধ্যেই রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আর নির্বাচন আসার আগেই তৎপর স্কুল সার্ভিস কমিশন। এর আগে এসএসসির তরফে কলকাতা হাইকোর্টে জমা দেওয়া তথ্যের মধ্যে ২৩২৫ টি শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগের কথা জানানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, এই শূন্যপদেই নিয়োগ হতে পারে। আর পঞ্চায়েত নির্বাচনের আগে জারি হতে পারে নিয়োগের বিজ্ঞপ্তি। সূত্রের খবর, সাম্প্রতিককালে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলার কারণে স্থগিত ছিল নিয়োগ প্রক্রিয়া। তবে এবার নতুন নিয়োগ শুরুর তোড়জোড় এসএসসির।

চাকরির খবরঃ পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ

join Telegram

এছাড়া জানা যাচ্ছে, আগামী সপ্তাহে বৈঠকে বসতে পারে এসএসসি ও রাজ্য স্কুল শিক্ষা দফতর। এই বৈঠকে নবম-দশম শ্রেণীর তেরো হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের বিধি নিয়ে আলোচনা হতে পারে। ইতিমধ্যে নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে সংরক্ষিত পদের জন্য কতগুলি আসন থাকবে তার একটি তালিকা এসেছে বলে জানা যাচ্ছে। একটি খসড়া প্রস্তুত করে রাজ্য স্কুল শিক্ষা দফতরকে পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর, উভয় ক্ষেত্রের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক বদল আনতে চলেছে এসএসসি। খুব শীঘ্রই নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ পেতে পারে।

FB Join

Related Articles