রাজ্যে গ্রুপ ডি এর প্রার্থী নিয়োগে বিস্তর দুর্নীতির হদিশ মেলে। নিয়োগ দুর্নীতিতে উদ্ধার হওয়া প্রায় ২৮২৩টি ওএমআর শিটের জালিয়াতির ঘটনাটি স্বীকার করে নেয় এসএসসি। জানা যায়, এর মধ্যে ১৯১১ জন প্রার্থী বিভিন্ন বিদ্যালয়ে নিয়োগ পেয়েছিলেন। এরপর হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেআইনিভাবে নিয়োগ পাওয়া ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশ মেনে সংশ্লিষ্ট প্রার্থীদের সুপারিশপত্র বাতিল করে এসএসসি। জানানো হয়, প্রার্থীদের চাকরি বাতিল হওয়ায় যে শূন্যপদ সৃষ্টি হয়েছে সেখানে ওয়েটিং লিস্ট থাকা প্রার্থীদের নিয়োগ করা হবে। আর এবার এই নিয়োগ প্রক্রিয়া শুরু করলো এসএসসি।
এদিন স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর সাথে চল্লিশ জন প্রার্থীর নাম ও রোল নম্বর সহ বিস্তারিত তালিকা প্রকাশ পেয়েছে। জানা যাচ্ছে, প্রাথমিকভাবে এই চল্লিশ জন প্রার্থীর কাউন্সেলিং করা হবে। আগামী ২৭শে ফেব্রুয়ারি কাউন্সেলিংয়ের স্থান জানতে পারবেন প্রার্থীরা। ওই একই দিনেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কল লেটার ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। জানা যাচ্ছে, আগামী ২ মার্চ এই প্রার্থীদের কাউন্সেলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাকরির খবরঃ রাজ্যের জেলা পরিষদে কর্মী নিয়োগ
যদিও কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সংশ্লিষ্ট চল্লিশ জন প্রার্থীর মধ্যে যদি কোনও প্রার্থী ওএমআর শিট টেম্পারিং এর সঙ্গে যুক্ত হন তবে তাঁদেরও বাতিল বলে গণ্য করা হবে। প্রসঙ্গত, এর আগেই জানা গিয়েছিল গ্রুপ ডি শূন্যপদে প্রার্থী নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হয়েছে স্কুল সার্ভিস কমিশন। এমনকি ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরও ওএমআর শিটে ত্রুটি নজরে আসায় বিশেষ পদ্ধতিতে উত্তরপত্র চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এর আগে কমিশনের তরফে জানানো হয়েছিল, হাইকোর্টের নির্দেশ মেনে অতি শীঘ্রই নিয়োগ কর্মসূচি গ্রহণ করা হবে। আর এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগের তোড়জোড় শুরু এসএসসির।