রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ এবং স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে এদিন যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। এই বিক্ষোভের জেরে তৈরি হয় অপ্রীতিকর পরিস্থিতি। বেশ কিছু জন চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন চাকরিপ্রার্থীকে আটক করেছে রাজ্য পুলিশ। চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকেই জানাচ্ছেন ২০২২ সালের ৫ মে নোটিফিকেশন জারি করে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের কথা জানিয়ে ছিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। এ পর্যন্ত সেই নিয়োগের কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।
চাকরিপ্রার্থীদের দাবি ২০১৬ সালের পর থেকে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীতে শিক্ষকতার জন্য কোন নিয়োগ পরীক্ষা আয়োজন করেনি স্কুল সার্ভিস কমিশন। ২০১৬ সালের ২৭ নভেম্বর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা আয়োজন করেছিল স্কুল সার্ভিস কমিশন। এই পরীক্ষা হয়েছিল নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য। অন্যদিকে একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের শেষ পরীক্ষা আয়োজন হয়েছিল ২০১৬ সালের ৪ ডিসেম্বর। তাঁদের দাবি, প্রতিবছর হাজার হাজার পড়ুয়া বিএড প্রশিক্ষণ নিলেও শিক্ষক নিয়োগের পরীক্ষা আয়োজন না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুনঃ রাজ্যের SSC পরীক্ষাতে বিরাট বদলের সম্ভাবনা
তাঁরা আরো জানাচ্ছেন যে, ২০২২ সালের ৫ মে তারিখে নোটিশ দিয়ে জানানো হয়েছিল শীঘ্রই নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিন্তু সেই নোটিশ এখনো কার্যকর হয়নি। রাজ্য সরকারি স্কুলে শুধু শিক্ষক নিয়োগের দাবি নয় পাশাপাশি চাকরিপ্রার্থীরা স্কুলের শিক্ষা কর্মী নিয়োগের দাবিও জানাচ্ছেন। পাশাপাশি তারা জানাচ্ছেন, দীর্ঘ আট বছর কোন নিয়োগ না হওয়ায় অনেকের বয়স বেড়ে গিয়েছে তাই আবেদনের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা বাড়াতে হবে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আইনি জটিলতা না থাকা সত্ত্বেও কেন এই শিক্ষক নিয়োগের পরীক্ষা আয়োজন করা হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বেকার চাকরিপ্রার্থীরা। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে নতুন কিছু পরামর্শ জমা দেওয়া হয়েছে বিকাশ ভবনে। সমস্ত পরামর্শ সরকার দ্বারা গৃহীত হলে এবং তার অনুমোদন পাওয়া গেলেই দ্রুত স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষা আয়োজন করা হবে।